কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে গাঁজা গাছ ও জুয়ার সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) গভীর রাতে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে, রাত ২টার দিকে উপজেলার বালিয়ামারী মন্ডলপাড়া এলাকায় সুরজদ আলীর ছেলে সরফত আলীর (৫২) বাড়িতে অভিযান চালিয়ে ৩৪টি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।
অন্যদিকে, রাত ১২টার দিকে কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া এলাকায় সোহরাব হোসেনের পরিত্যক্ত বসতভিটায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন-সদর ইউনিয়নের জাউনিয়ার চর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩২) ও রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে দসি মিয়া (৪৫)।
এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বালিয়ামারী মন্ডলপাড়া থেকে ৩৪টি গাঁজা গাছসহ একজন এবং কোদালকাটির পাখিউড়া এলাকা থেকে জুয়ার বোর্ডে থাকা অবস্থায় আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.