ঝালকাঠি প্রতিনিধিঃ
১৩ আগস্ট ২০২৫ রোজ বুধবার সকাল ১১ ঘটিকালয় দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরের সাথে রাজাপুর পিএফজি এবং ওয়াইপিএজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি ও পিএফজি আ্যম্বাসেডর এ্যাডভোকেট আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে জনাব প্রশান্ত ত্রিপুরা, কান্ট্রি ডিরেক্টর, দি হাঙ্গার প্রজেক্ট,বাংলাদেশ ।
সভায় আরো উপস্থিত ছিলেন শশাঙ্ক বরণ রায়, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, দি হাঙ্গার প্রোজেক্ট, মেহের আফরোজ, রিজওনাল কো-অর্ডিনেটর, বরিশাল,সারমিন সুলতানা লাবন্য, জেন্ডার এন্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট এক্সপার্ট, এমআইপিএস প্রকল্প, এস এম রাজু জবেদ, এরিয়া কো-অর্ডিনেটর, এমআইপিএস প্রকল্প,
উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদ্দুজামান পনির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, রাজাপুর পিএফজি আ্যম্বাসেডর জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, ইসলামী আন্দোলন রাজাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো: আল আমিন রুম্মান, রাজাপুর রিপোর্টাস ইউনিট এর সভাপতি মোঃমাইনুল হক লিপু,
রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর পুরোহিত কমিটির সহ-সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, সাতুরিয়া ইউনিয়নের মহিলা দলের আহবায়ক নাসিমা বেগম, ওয়াইপিএজির সহ-সমন্বয়কারী আল আমিন সাজু ও সানজিদা আক্তার,
আরও পড়ুনঃ গভর্নর হকুল হিজাব পরায় মন্তব্য
ওয়াইপিএজি ও ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য খুবায়েব আহম্মেদ, ছাত্র সমাজের সদস্য সাইফুল ইসলাম সাব্বির, ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. হাসিব তালুকদার, ঝুমা রানী, তামিরা তারেক ইভা, পিএফজি সদস্য সাবনিয়া ইয়াসমিন, সামসুন নাহার, সনিয়া আক্তার রিপা সহ আরও অনেক রাজনৈতিক, সামাজিক ও তরুণ প্রতিনিধিরা। সভায় রাজাপুরে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি এবং ওয়াইপিএজির সদস্যরা যে ভূমিকা রাখছেন সে বিষয়গুলো তারা তুলে ধরেন।
দ্বন্ধ নিরসন, সামাজিক কার্যক্রম, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণে মাধ্যমে সংঘাত পরিহার করে একটি সম্প্রীতির রাজাপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, রাজনৈতিক সৌহার্দ্য এবং ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করে রাজাপুরকে একটি সম্প্রীতির মডেল উপজেলায় পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কান্ট্রি ডিরেক্টর জনাব প্রশান্ত ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, "তৃণমূল পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ, তরুণদের নেতৃত্ব এবং আন্তঃসম্প্রীতির চর্চার মাধ্যমে একটি সম্প্রীতির বাংলাদেশ তথা রাজাপুর গড়া সম্ভব।"
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.