পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেডিকেলে ক্যান্সার হসপিটাল বিল্ডিং এ স্যানিটেশন ট্রিটমেন্ট প্লান্ট ২০২৩-২০২৪ অর্থ বছর বিল নং ৭০ প্রাক্কলিত ব্যয় ৫.৩৯.৭৭.২৪৯.২০৬ টাকা স্থাপনার কাজে অনিয়ম ও ব্যবহৃত মালামাল গুলো অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ উঠেছে।
উক্ত প্রোজেক্টের দায়িত্বে থাকা রাজশাহী গর্ণপূর্ত-২ এর উপ সহকারী প্রকৌশলী আবু সিনা মাসুম এবং উপ বিভাগীয় প্রকৌশলী জান্নাত -ই- নূর কাজ শেষে,
সরজমিনে তদন্ত করে রাজশাহী মেডিকেলে ক্যান্সার হসপিটাল বিল্ডিং এর স্যানিটেশন ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কাজে ব্যবহৃত মালামাল গুলো অত্যন্ত নিম্নমানের এর সত্যতার প্রমাণ পেয়েছেন।
তাই উপ সহকারী প্রকৌশলী আবু সিনা মাসুম এবং উপ বিভাগীয় প্রকৌশলী জান্নাত -ই-নূর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান / ঠিকাদার কে বিল পরিষদ না করার জন্য উর্ধতন কর্তৃপক্ষ কে বিষয়টি অবহিত করেন।
আরও পড়ুনঃ তিতাস গ্যাসের ম্যানেজারের বিচার দাবি ভুক্তভোগীর, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কিন্তুু রাজশাহী গণপূর্ত-২ নিবার্হী প্রকৌশলী আবু হায়াত মোঃ সাকিউল আজম কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ার পরেও উক্ত প্রজেক্টের দায়িত্বে থাকা রাজশাহী গণপূর্ত-২ এর উপ সহকারী প্রকৌশলী আবু সিনা মাসুম এবং উপ বিভাগীয় প্রকৌশলী জান্নাত -ই- নূর কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ঠিকাদার কে বিল পরিষদ করে দেওয়ার জন্য রাজশাহী গণপূর্ত -২ এর নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোঃ সাকিউল আজম চাপ প্রয়োগ করতে থাকেন।
শুধু চাপ প্রয়োগ করেই তিনি ক্ষান্ত হন নাই বিল পরিষদ না করায় এমনকি উপ বিভাগীয় প্রকৌশলী জান্নাত -ই- নূর কে শোকজ করেছেন নির্বাহী প্রকৌশলী।
অনুসন্ধানে আরো উঠে এসেছে রাজশাহী মেডিকেলে ক্যান্সার হসপিটাল বিল্ডিং এর স্যানিটেশন ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন কাজের ঠিকাদার ও রাজশাহী গণপূর্ত -২ নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোঃ সাকিউল আজম এর গ্রামের বাসা নাটোরে একই গ্রামের এবং তারা নিকটতম আত্মীয়,
সেই জন্য কাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ার পরেও উক্ত কাজের সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করেন।
এ বিষয়ে রাজশাহী গণপূর্ত-২ নির্বাহী প্রকৌশলী কাছে জানতে চাইলে তিনি বলেন উক্ত বিষয়গুলি এড়িয়ে যান এবং বলেন এসব সঠিক নয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.