ষ্টাফ রিপোর্টারঃ
অদ্য ০২-০৮-২০২৪ইংরেজী রোজ শুক্রবার রাজশাহী মহানগরীর দুটি দোকান জবরদখল করে লুটপাটের অভিযোগ উঠেছে। এনিয়ে শুক্রবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দু'জন ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী এনাম আহম্মেদ চৌধুরী (তিতাস) জানান, আমরা কয়েকজন দোকানী দীর্ঘ ৩৮ বছর যাবৎ রাজশাহী নিউ মার্কেট ইসলামিক ব্যাংক শাখার অপজিটে ফজলার সুপার মার্কেটে দোকান ঘরের পজিশন ক্রয় করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। তবে, বেশ কিছু দিন আগে ষষ্ঠীতলা জেলাপাড়া এলাকার রাহাত, মেঘলা, শিমুল ও রাহাতের মা আমাদের কাছে হঠাৎ চাঁদা দাবী করে। এসময় তারা চাঁদা না দিলে দোকান দখল করার হুমকি ধামকি ও ভয়ভিতি প্রদান সহ জীবন নাশতার হুমকি ধামকি প্রদান করেন।
পরবর্তীতে তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৯ জুলাই রাত ১ টার পর তারা দোকানের তালা ভেঙ্গে তাদের নিজস্ব তালা লাগিয়ে দেয় এবং ইট, খোয়া ও সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়। পরে সকালে দোকানে গিয়ে এ অবস্থা দেখে বোয়ালিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিল করলে। এ সময় কর্তব্যরত বোয়ালিয়া থানার ডিউটি অফিসার বলেছিলেন বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এখন অবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ২৪ জুলাই আবারও ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ দেওয়া হয় তাতেও কোন সমাধান পায়নি ভুক্তভোগী দোকানীগন।
ভুক্তভোগী দোকানীগন লিখিত বক্তব্যে জানান এবং তাহারা আরও বলেন যে আমরা আজ ০২-০৮-২০২৪ইং রোজ শুক্রবার সকালে জানান যে, দোকানের সামনে গিয়ে দেখি অবৈধ দখলদাররা দুটি দোকানের সাটার, দেয়াল ও তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়।
ভুক্তভোগীদের প্রশ্ন হচ্ছে কোন অদৃশ্য শক্তির ইশারায় তারা একের পর এক অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন এবং আমরা সে ব্যাপারে আবগত ও বোধগম্য নয় চলমান এই কর্মকাণ্ডের কারণে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি।
এসময় রাজশাহী মহাগর পুলিশ কমিশনারের কাছে দুটি দোকান উদ্ধার ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান ভুক্তভোগী এই ব্যবসায়ীদের এবং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আহম্মেদ হোসেন মামুন ও তার দোকান দুটির কর্মচারীগন।
উপরোক্ত বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির ভুক্তভোগীদের অভিযোগ পাওয়া গিয়েছে এবং থানায় একটি অভিযোগ পেয়েছি সেটা তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী জেলার বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ও প্রশাসনের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.