মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মো. শাজাহান মৃধা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মুলঘর ইউনিয়ন গোপালপুর গ্রামের কেসমত আলী মৃধার ছেলে। তিনি রাজবাড়ী জেলা জজ কোর্টের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, সকালে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় এবং তখন কিছুটা সুস্থ অনুভব করছিলেন তিনি। তবে চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজনরা।
আরও পড়ুনঃ রেকর্ডের বরপুত্র শেখ মোঃ আসলাম
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, “ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কারো বিরুদ্ধে অবহেলার প্রমাণ মেলে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় শাজাহান মৃধার সহকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত চিকিৎসকদের দায়িত্ব ও আচরণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.