জেলা প্রতিনিধি রাজবাড়ী
গতকাল (৩ নভেম্বর) সোমবার বিএনপি ঘোষণা করেছে তাদের চূড়ান্ত প্রার্থীতার তালিকা। ৩০০ আসনের গভীর হিসাব-নিকাশ, যাচাই-বাছাই শেষে দলটি মনোনয়ন দিয়েছে যোগ্য প্রার্থীদের। ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ রাজবাড়ি-১ ও রাজবাড়ি-২ আসনকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি।
রাজবাড়ি-১ আসনে মনোনয়ন পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তবে রাজবাড়ি-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালি) আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এই আসন ঘিরেই এখন দলের ভেতরে শুরু হয়েছে বড় চ্যালেঞ্জ ও আলোচনা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, এখানে সঠিক প্রার্থী মনোনয়ন না পেলে দলটি রীতিমতো অস্তিত্ব সংকটে পড়তে পারে। কারণ, এই আসন থেকেই সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জিল্লুল হাকিম নির্বাচিত হয়েছিলেন। ফলে বিএনপিকে জয়ী করতে হলে এমন প্রার্থী দরকার যার রয়েছে জনপ্রিয়তা ও পরিষ্কার ব্যক্তিগত ইমেজ।
এ আসনে আলোচনায় আছেন তিনজন সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু,
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন,
এবং বারবার কারা নির্যাতিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।
তবে সূত্র বলছে, নাসিরুল হক সাবু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। বয়স বিবেচনায়ও অনেকেই চান তরুণ ও উদ্যমী নেতা ব্যারিস্টার কাজী রহমান মানিককে মনোনয়ন দিতে।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, “দলকে প্রতিহিংসা, চাঁদাবাজি ও মারামারি থেকে রক্ষা করতে হলে মানিকের মতো তরুণ, শিক্ষিত ও ক্লিন ইমেজের নেতা প্রয়োজন। তা না হলে এলাকায় পুনরায় নৈরাজ্য সৃষ্টি হতে পারে।”
রাজবাড়ি-২ আসনে বরাবরই বিএনপি প্রভাবশালী অবস্থানে ছিল। আওয়ামী লীগের আমলে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা ও হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে কিছুটা স্বস্তি ফিরলেও শঙ্কা রয়ে গেছে আবারও তারা রাজনৈতিকভাবে কোনঠাসা হয়ে পড়তে পারেন।
এদিকে, গুঞ্জন রয়েছে এই আসনটি শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিনকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে এ সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীরা তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের ভাষায়, “রাজবাড়ি-২ এ যদি বিএনপি নিজের প্রার্থী না দেয়, তাহলে দলের গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়বে। এমনকি দলের ত্যাগী ও বঞ্চিত নেতারা আরও হতাশ হবেন।
মাঠ পর্যায়ের নেতারা জানান বিএনপির শক্ত প্রার্থী না থাকলে ভোটের মাঠে নৈরাজ্য, ভয়ভীতি এমনকি ভোটারদের বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।”
তারা আরও বলেন, “রাজবাড়ি-২ আসনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে ব্যারিস্টার কাজী রহমান মানিককেই মনোনয়ন দিতে হবে। তাহলেই জনগণ নিরাপদে ভোট দিতে পারবে এবং দলও শক্ত অবস্থানে থাকবে।”
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.