বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরা এলাকায় র্যাব সদস্য পরিচয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’র ডিস্ট্রিবিউটরের প্রতিনিধিদের কাছ থেকে কোটি টাকা ছিনতাই করা হয়েছে।
শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের পথরোধ করে এবং টাকা ভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়।
ঘটনার পর ছিনতাইকারীরা নগদের প্রতিনিধিদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ নিশ্চিতভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোটি টাকার অধিক।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।
নগদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি দল রওনা দিয়েছিল। এ সময় তারা অস্ত্রের মুখে ওই প্রতিনিধিদের গাড়িতে তুলে পরে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মো: হাফিজুর রহমান বলেন, দুষ্কৃতকারীদের গ্রেফতারে পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.