রাজধানীতে মাসব্যাপী ৬৩০টি তালবীজ রোপণ করেছে পরিবেশ আন্দোলন মঞ্চ
প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন
রাজধানীতে মাসব্যাপী তালবীজ রোপণ কার্যক্রম সম্পন্ন করেছে পরিবেশ আন্দোলন মঞ্চ। আজ সকালে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন তিন নেতার মাজার এলাকায় তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর বুড়িগঙ্গা নদীর পাড়ে তালবীজ রোপণ কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী এই অভিযাত্রার সূচনা করে সংগঠনটি।
পরিবেশ আন্দোলন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বুড়িগঙ্গার তীর, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইইটি) ক্যাম্পাস, ধানমন্ডি লেক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা পার্ক এবং তিন নেতার মাজার এলাকায় মোট ৬৩০টি তালবীজ রোপণ করা হয়েছে।
তালবীজ রোপণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, সহ-সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক জি. এম. রোস্তম খান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন আহম্মেদ, সুবন্ধন সামাজিক কল্যাণ সংঘের সহ-সভাপতি ফারুক হোসেন এবং কৃষক নেতা আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামো নির্মাণের কারণে রাজধানীতে দ্রুত কমে যাচ্ছে সবুজ এলাকা। একটি আদর্শ নগরের জন্য যেখানে ১৫ শতাংশ সবুজ এলাকা থাকা প্রয়োজন, সেখানে ঢাকায় তা এখন মাত্র ৩ থেকে ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ যা উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, রাজধানীর তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ু দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তালগাছের বাকলে থাকা কার্বনের পুরু স্তর বজ্রপাত প্রতিরোধেও সহায়ক।
একটি দূষণমুক্ত ও সবুজ রাজধানী গড়ে তুলতে পরিবেশ আন্দোলন মঞ্চের পক্ষ থেকে সারা বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.