মোঃ এরশাদ আলী, রাঙ্গামাটি প্রতিনিধি :
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল বিপর্যয়ে কবলে পড়েছে রাঙ্গামাটির জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা নানিয়ারচর উপজেলা ৬৭.৮৩% পাশের হার নিয়ে শীর্ষে এবং ৩৫.০৫% পাশের হার নিয়ে রাজস্থলী উপজেলার সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফলাফল প্রকাশ করে। চলতি বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৪.৫৯ শতাংশ কম।
এদিকে এবারের এসএসসি পরীক্ষায় জেলার ৭ হাজার ৯৩৭ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪ হাজার ৪৪৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এর মধ্যে জিপিএ ৫+ পেয়েছে ২০৮ জন। এ জেলার পাশের হার ৫৬.৫৫%, যা গতবারের তুলনায় কমে।
১০টি উপজেলার প্রাপ্ত ফলাফলে দেখা যায় জেলার রাঙ্গামাটি সদর উপজেলার পাশের হার ৬৪.৬৯℅, কাপ্তাই উপজেলার পাশের হার ৬৫.৩১℅ কাউখালী উপজেলার পাশের হার ৪৯.০৫℅ রাজস্থলী উপজেলার পাশের হার ৩৫.০৫℅, নানিয়ারচর উপজেলার পাশের হার ৬৭.৮৩℅, বিলাইছড়ি উপজেলার পাশের হার ৫০.০%, বরফকল
উপজেলার পাশের হার ৪৭.৫৫%, জুড়াইছড়ি উপজেলার পাশের হার ৪৪.৬১% লংগদু উপজেলার পাশের হার ৩৮.৭৮% এবং বাঘাইছড়ি উপজেলার পাশের হার ৫৫.৯৮℅ উপজেলা ভিত্তিক পাশের হারে সর্বোচ্চ নানিয়ারচর আর সর্বনিম্নে রাজস্থলী উপজেলার অবস্থান।
এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের এমন পরিস্থিতির জন্য দূর্গম পাহাড়ি এলাকার প্রতিষ্ঠান সমূহের শিক্ষক সংকট, করোনা পরবর্তী পর্যাপ্ত শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তিকে দায়ী করছেন অনেকেই।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.