নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার:
রংপুরের তারাগঞ্জে এক ইরানি দম্পতিকে মারধর করে মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে খবর পেয়ে সেনাবাহিনী দ্রæত ঘটনা স্থলে গিয়ে ইরানী দম্পতিকে উদ্ধার লুন্ঠিত মালামাল ও অর্থ উদ্ধার করেছে। সেই সাথে ঘটনার মুল হোতা রশিদুল সহ দুই নারী সহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর গ্রামে।
মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত ৪ আসামীকে রংপুরের আমলী আদালতের বিচারক কৃষ্ণকমল রায়ের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামীরা হলেন রশিদুল ইসলাম , তারা স্ত্রী মনোয়ারা বেগম , বোন রাবেয়া খাতুন ও সহযোগী মেরাজুল ইসলাম।
রংপুর আদালতের কোট ইন্সপেক্টর জানান ইরান থেকে ইরানি দম্পতি সেলিম রেজা হুসাইনী (৬১) তার স্ত্রী ইয়াসমিরন লালজু (৫৩) বৈধ পাসপোর্ট আর ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। রংপুরে এসে একটি আবাসিক হোটেলে ওঠেন।
সোমবার রংপুর নগরী থেকে একটি প্রাইভেট কততার ভাড়া করে গুগল ম্যাপ দেখে রাস্তা ভুল করে রংপুরের তারাগজ্ঞ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর গ্রামে চলে আসেন। সেখানে এসে তাদের পানির পিপাসা লাগায় তারা গাড়ি থেকে নেমে পানি পান করতে জনৈক রশিদুল ইসলামের বাসায় যায়। রশিদুল তাদের বিদেশী নাগরিক বুঝতে পেরে ইরানি দম্পতিকে বাড়ির ভেতর নিয়ে এসে তার সহযোগী সহ তাদের বেদম মারধর করে আহত করে।
এ সময় তাদের কাছে থাকা আমেরিকান ডলার , দেশী অর্থ মোবাইল ফোন , পাসপোর্ট কেড়ে নেয়। তাদের আত্ম চিৎকারে সে নাবাহিনীর একটি দল দ্রæত ঘটনা স্থলে যায়। সেনাবাহিনী গিয়ে ইরানী দম্পতিকে উদ্ধার করে তাদের লুট হওয়া নগদ অর্থ সহ মালামাল ও পার্সপোর্ট উদ্ধার করে। সেই সাথে ৪ আসামী রশিদুল ইসলাম তার স্ত্রী মনোয়ারা বেগম বোন রাবেয়া ও সহযোগী মেরজুলকে আটক করে তারাগজ্ঞ থানায় সোপর্দ্দ করে।
এ ঘটনায় তারাগজ্ঞ থানার এস আই কনক বর্ম্মন বাদী হয়ে থানায় ৪ আসামীর নামে মামলা দায়ের করেছে। যার মামলা নম্বর ৪ তারিখ ২/০৬/২৫ ধারা ১৪৩/১৪৯/৩২৩/৩৭৯/৫০৬ দন্ডবিধি। পুলিশ জানায় ইরানি দম্পতিকে চিকিৎসা দিয়ে রংপুরে পাঠিয়ে দেয়া হয়েছে।
অন্যদিকে রংপুর তারাগঞ্জের ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সাংবাদিকদের জানান, দুই বিদেশী নাগরিক আটক করার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রæত ঘটনা স্থলে যায়। ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬১) ও ইয়াজদানজো ইয়াসমিনকে (৫৭) উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসেন তারা।
ইরানি দম্পতি সেনা সদস্যদের জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে এসেছেন। বিদেশি হওয়ায় গুগল ম্যাপ ব্যবহার করে তারা ভুল ঢুকে তারাগঞ্জ চলে আসেন। তখন তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান।
কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়। সেনাবাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে। পরে তারা তল্লাশি করে ডলার, ঘড়ি, মোবাইল ফোন ও পাসপোর্ট উদ্ধার করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ওই দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে ইরানি দম্পতিকে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়া হয়েছে। তাদের ছিনতাই হওয়া জিনিসপত্র সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে দিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.