ঢাকা মহানগর প্রতিনিধিঃ
যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে ঢাকা মহনগর উত্তর,তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো: চান মিয়া বেপারীর উদ্যোগে ১৫ আগস্ট শুক্রবার রাতে রানাভোলা ইউনিয়ন পরিষদ মাঠে এক প্রাণবন্ত মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ মুহূর্তে দেখা যায়, ১৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুর্নামেন্ট উদ্বোধনের পূর্ব মুহূর্তে আতশবাজি ফুটিয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজক চান মিয়া বেপারী বলেন,গত ১৭ বছর ধরে তুরাগে বিএনপি নেতাকর্মীরা কাউন্সিলর মাঠে খেলাধুলার কোনো আয়োজন করতে পারেনি। যুব সমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ পথে ফেরানোর জন্যই এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রিপন হাসান, আলি আহমেদ, বিপ্লব হোসেন, হাজী আতাউর রহমান, থানা আহ্বায়ক সদস্য সাইদ হাসান সাগর, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি আব্দুস সালাম, ফুলবাড়িয়া ইউনিট বিএনপি সভাপতি মজিবর হক মজি,
রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি মনির হোসেন ইমন, যুবদল নেতা মাসুদ রানা সম্রাটসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম আবারও খেলাধুলায় মনোযোগী হবে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.