হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে নাভাহো জনজাতির অন্তর্গত এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট আকারের উড়োজাহাজটি এক রোগীকে নিতে স্থানীয় একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পরে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ এটি চিনলে মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।
নাভাহো পুলিশ বিভাগ জানিয়েছে, উড়োজাহাজে থাকা ব্যক্তিরা চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা স্থানীয় নন বলে জানানো হয়েছে নাভাহো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রেনের এক বিবৃতিতে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটির মডেল ছিল বীচক্রাফট-৩০০ এবং সেটি অবতরণের সময়ই বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ছুটে যায় নাভাহো পুলিশের চিনলে জেলা কার্যালয়, উপজাতীয় জরুরি চিকিৎসা সেবা ও ফায়ার রেসকিউ ইউনিট।
দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি নিউ মেক্সিকোর আলবুকার্কে অবস্থিত সিএসআই অ্যাভিয়েশনের বলে নিশ্চিত করেছে পুলিশ। এটি একটি এয়ার ট্রান্সপোর্ট এবং চার্টার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তারাই নিহতদের পরিবারকে খবর দেয়।
নাভাহো জনজাতি গোষ্ঠীর প্রেসিডেন্ট নাইগ্রেন বলেন, ‘এরা এমন মানুষ, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন অন্যদের জীবন বাঁচানোর কাজে। তাঁদের এই ক্ষতি পুরো নাভাহো জাতির জন্য গভীর বেদনার।’
তিনি আরও বলেন, ‘তাঁদের সেবা, ত্যাগ আর আমাদের সমাজের প্রতি তাঁদের ভালোবাসার প্রতি আমরা সম্মান জানাই। নাভাহো জাতির পক্ষ থেকে আমি তাঁদের পরিবার, সহকর্মী ও শোকাহত সবাইকে গভীর সমবেদনা জানাচ্ছি।’
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তদন্তের কারণে বিমানবন্দরে প্রবেশ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। চিনলে বিমানবন্দরটি অ্যাপাচি কাউন্টিতে অবস্থিত এবং এটি নাভাহো নেশন ডিভিশন অব ট্রান্সপোর্টেশনের অধীন।
এর আগে অ্যারিজোনার ফিনিক্স মেট্রোপলিটন এলাকার বিভিন্ন মিউনিসিপ্যাল বিমানবন্দরে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কটসডেল ও মারানার ঘটনাও রয়েছে। গত ফেব্রুয়ারিতে স্কটসডেল বিমানবন্দরে দুটি প্রাইভেট জেটের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হন। এর এক সপ্তাহ পর মারানা রিজিওনাল বিমানবন্দরের বাইরে দুটি এক ইঞ্জিনের উড়োজাহাজ সংঘর্ষে পড়ে, এতে দুজন নিহত হন।
আরও পড়ুনঃ রূপগঞ্জে টানা বর্ষণে ত্রিশ গ্রামে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ পানিবন্দি
৫ আগস্টের এই দুর্ঘটনাটি যুক্তরাষ্ট্রে চলতি বছরে ঘটে যাওয়া সর্বশেষ উড়োজাহাজ দুর্ঘটনা। যদিও বিশেষজ্ঞরা বারবার বলে আসছেন যে, উড়োজাহাজ ভ্রমণ এখনো অত্যন্ত নিরাপদ, তবে সাম্প্রতিক কিছু দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের আকাশপথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
এর আগে, ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন এবং ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল জেট বিধ্বস্ত হয়ে প্রাণ যায় সাতজনের।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.