হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) ১ হাজার ৩৫৩ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। দপ্তরের অভ্যন্তরীণ সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
সংস্থাটির হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে ১ হাজার ১০৭ জন সিভিল সার্ভিস এবং ২৪৬ জন ফরেন সার্ভিস কর্মকর্তা। পুনর্গঠনের অংশ হিসেবে মন্ত্রণালয়ের শত শত ইউনিট ও ব্যুরোও বিলুপ্ত বা পুনর্গঠিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পরিবর্তনের ফলে প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ছেন। তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন, বাকিরা চাকরিচ্যুত হচ্ছেন।
২০২৫ সালের ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র দপ্তরের পুনর্গঠনের ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী দপ্তরের অভ্যন্তরীণ কার্যক্রম ঢেলে সাজানো হচ্ছে, যাতে কূটনৈতিক অগ্রাধিকার ও দক্ষতা বৃদ্ধিতে আরও মনোযোগী হওয়া যায়।
আরও পড়ুনঃ সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা
ফরেন সার্ভিসের যেসব কর্মকর্তাকে এই ছাঁটাই তালিকায় রাখা হয়েছে, তাদের ১২০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে পাঠানো হচ্ছে। এর পরই তাদের চাকরি চূড়ান্তভাবে শেষ হবে। অন্যদিকে সিভিল সার্ভিসের বেশির ভাগ কর্মকর্তাকে ৬০ দিনের ছুটিতে রেখে পরবর্তী সময়ে ছাঁটাই কার্যকর করা হবে।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কাঠামোতে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পরিবর্তন। এর মাধ্যমে বিদেশ নীতিতে প্রাধান্য দেওয়া ক্ষেত্রগুলোয় নতুন করে নজর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.