হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
যুক্তরাষ্ট্রর কানেক্টিকাটে নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) এর ১৫'তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান,২০১০ সালের ৩ মে প্রতিষ্ঠিত নিউজ পোর্টাল জার্নালিস্টদের সর্বপ্রথম ও আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) দেড় দশক পূরণ হয়ে ১৫ বছরে পদার্পণ করে গত ৩ মে, ২০২৫ সালে। খবর বার্তা সংস্থা বাপসনিউজ ।
এ উপলক্ষ্যে রোববার ১৫ জুন, ২০২৫, অপরাহ্ন ২টায় ৯৮৫, ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট# বি২, ব্রীজপোর্ট, কানেক্টটিকাট, সিটি-০৬৬০৫-১১৮৮,তে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক এ সংগঠনটি ১৫'তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ।
১৫'তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ও সমাজসেবকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় ।
নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক জন্মভূমি ও জন্মভূমি ডটকম এবং রতন তালুকদার লাইভ চ্যানেলের সম্পাদক রতন তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও নিউইয়র্ক কাগজ ডটকম এর কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, আইটিভি'র পরিচালক ও সোশ্যাল মিডিয়া এবং পোর্টাল জার্নালিস্ট সাংবাদিক রিমন ইসলাম, নিউইয়র্ক কাগজ ডটকম এর সম্পাদক আফরোজা ইসলাম, প্রবাসমেলা- ডটকম এর নির্বাহী সম্পাদক, সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট শহীদ রাজু, কালের সংবাদ ডটকম এর সম্পাদক সোহেল চৌধুরী,গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল,
আরও পড়ুনঃ গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্টিত
বাক”র উপদেষ্টা ও এনপিজেএ”র কন্ট্রিবিঊটর জুনেদ এ খান,বাক”র সভাপতি ও এনপিজেএ”র কন্টিবিঊটর নূরুল আলম খান,বাক,র বাক”র সাধারণ সম্পাদক ও এনপিজেএ”র কন্টিবিউটর হুমায়ুন আহমেদ চৌধুরী এবং সমাজসেবক ও এনপিজেএ”র কন্ট্রিবিউর বসির আহমেদ খান ।
সেমিনারে এ বিষয়ের উপর আলোচনা করেন এনপিজেএ এর সহ-সভাপতি ও সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দিন, এনপিজেএ এর সহ-সভাপতি ও মুক্তকন্ঠ নিউজের সম্পাদক এবং সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট সাংবাদিক হেলাল মাহমুদ, এনপিজেএ এর সহ-সভাপতি ও আইবিএন নিউজ২৪.কম এর সম্পাদক আয়েশা আক্তার রুবি।
সভার শুচনায় ১৯৫২”র মহান ভাষা আন্দোলন,১৯৭১”র স্বধীনতা যুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ,তিন লক্ষাধিক শহীদ নারীর অসামান্য অবদান,১৯৭৫”র ১৫ আগস্ট সপরিবারে নিহত জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবর রহমান,১৯৭৫”র ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট কাল নীরবতা পালন করা হয়।
সভায় নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ)”র এবং সমাজ সেয়ায় বিশেষ অবদানের জন্য সম্মাননা সাইটেশন অ্যাওয়ার্ড প্রদান করায় রতন তালুকদার,মনোয়ারুল ইসলাম,মইনুল হক চৌধুরী হেলাল,রিমন ইসলাম,আফরোজা ইসলাম,এবিএম সালেহ উদ্দিন,শহীদ রাজু,হেলাল মাহমুদ,সোহেল চৌধুরী,গিতালী তালুকদার,আয়েশা আক্তার রুমি,জুনেদ এ খান,হুমায়ন আহমেদ চৌধুরী,বসির আহমেদ খান,নুরুল আলম খান,আতাউর রহমান চৌধুরী,মমতাজ খানম,মোঃনাসির,এমএ সালাম,আরিফুর রহমান আরিফ এবং হাকিকুল ইসলাম খোকনক।অনুষ্ঠান শেষে দুপুরে সবাইকে মমতাজ খানমের সৌজন্যে রকমারি আয়োজনে এবং মজাদার ভোজন পরিবেশন করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.