মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের পাগলা থানার শিশু ধর্ষণ মামলার আসামী মো: আলামিন (৩০)'কে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪, সিপিএসসি।
বাদীনির এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১১) এর মাতা এর অভিযোগ মোতাবেক বিবাদী আলামিন(৩০) বিগত এক বছর যাবৎ পাগলা থানাধীন বাগবাড়ী সাকিনস্থ আল মদিনা জামে মসজিদের ইমাম হিসাবে নিয়োজিত ছিলো। ভিকটিম বিগত ৩ মাস যাবৎ বিবাদীর কাছ থেকে কুরআন শিক্ষা গ্রহন করিতেছে।
ঘটনার দিন ইং-৩১/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় বিবাদী আলামিন(৩০) ছাত্র ছাত্রীদের কুরআন শিক্ষা দেওয়ার পর সবাইকে ছুটি দিয়ে ভিকটিমকে মসজিদের পাশে মাদ্রাসা ঘর থেকে ঝাড়ু আনতে পাঠায়।
ভিকটিম বিবাদীর কথামতো ঝাড়ু আনতে মাদ্রাসার রুমে যাওয়ার পর বিবাদী আলামিন রুমে ঢুকে দরজা লাগাইয়া প্রান নাশের হুমকি দিয়ে ভিকটিমের মুখ বেধে রুমের মেঝেতে জোরপূর্বক ধর্ষন করে।
আরও পড়ুনঃ উওর ঝলম ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির নেতাকে ফুল দিয়ে বরন
উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার পাগলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২, তারিখ: ০১/০৮/২০২৫খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। ঘটনার পর হতে সিপিএসসি, র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত আসামীদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সদর কোম্পানী, র্যাব-৯, সিলেট এর সহযোগীতায় ২২ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ রাত ০০:০৫ ঘটিকায় এসএমপি সিলেট এর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মো: আলামিন (৩০), জেলা- ময়মনসিংহ'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসএমপি সিলেট এর কোতোয়ালি থানায় ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.