মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, এর অভিযানে পিক-আপ গাড়ীতে সিমেন্ট দ্বারা তৈরী স্লেবের ভিতর অভিনব কায়দায় অবৈধ মাদক পরিবহনকালে জেলা গোয়েন্দা শাখা অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-০২ জন অপর একটি অভিযানে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার০২ মোট ০৪ জন কে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ, নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন বারুয়ামারী সাকিনস্থ জনৈক মোঃ কালাম মিয়া (৩৮), পিতা-মোঃ সুরুজ আলী, মাতা-মোছাঃ হোছনা, সাং-বারুয়ামারী, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ এর বসতবাড়ীর পিছনে বাঁশ ঝাড়ের সামনে ফাঁকা জায়গার উপর হইতে ৩০ জুন সোমবার ২০২৫ ইং তারিখ ০১.০০ ঘটিকায় পিক আপ গাড়ীতে থাকা সিমেন্ট দ্বারা তৈরী স্লেবে অভিনব কায়দায় রাখা ১৬ কেজি গাঁজা মাদক ব্যবসায়ী আসামী ১। শ্রী প্রশান্ত চন্দ্র দেব (৪২) (ড্রাইভার), পিতা-নিবাস চন্দ্র দেব,
মাতা-মৃত সুনিতি দেব, সাং-রাজাপুর ৩নং দেওয়ের গাছ ইউনিয়ন ০১নং ওয়ার্ড, ২। কার্তিক মোহালী (২৭), পিতা-মৃত বুধুরাম মোহালী, মাতা-দীপালী মোহালী, সাং-চাঁনপুর (পশ্চিম লোহার পুল), উভয় থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ গাড়ী যোগে বিভিন্ন কৌশলে মাদক কারবার করিয়া আসিতেছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ নির্দেশে এসআই(নিঃ) পিন্টু কুমার রায় সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন শিকারীকান্দা খামার বাজার সংলগ্ন মোল্লা এন্টার প্রাইজ নামীয় মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২৯ জুন রবিবার ২০২৫ ইং তারিখ ২০.১৫ ঘটিকায় ০২ কেজি গাঁজাসহ মাদক
আরও পড়ুনঃ ১৯ বছর পর বাস্তবায়িত হলো তারেক রহমানের স্বপ্ন: গাবতলীর কাগইলে চালু ২০ শয্যার হাসপাতাল
ব্যবসায়ী আসামী ১। মোঃ ইব্রাহীম খলিল (৫২), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, মাতা-আয়েশা বেগম, সাং-ভাটিখাগড়া উজানপাড়া, চরঘাগড়া, থানা-কোতোয়ালী, ২। মোঃ ফয়জুর রহমান (২৫), পিতা-মোখলেছুর রহমান, মাতা-পারুল বেগম, সাং-রুদ্রগ্রাম, থানা-ত্রিশাল, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১৮ কেজি গাঁজা ও ০১টি পিক-আপ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী ও গৌরীপুর থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.