ময়মনসিংহে হত্যা মামলার প্রধান আসামী র্যাব ১৪ কর্তৃক গ্রেফতার ০১ ও পৃথক অভিযানে গ্রেপ্তার ০২
মকবুল হোসেন, সিনিয়র রিপোটার
ময়মনসিংহ র্যাব ১৪ কর্তৃক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইজি বাইক চালক খোকন মিয়াকে কুপিয়ে হত্তা মামলার প্রধান আসামি মোঃ বদরুদ্দিন আল সানি বাদল (৪০)কে গ্রেফতার করা হয়। এছাড়া ময়মনসিংহ র্যাব১৪ এর আভিযানিক দল একই তারিখে আরো তিনটি অভিযান পরিচালনা করে।
এজাহার সূত্রে জানা যায় যে, , নিহত খোকন মিয়া, সাং-করমা থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ ও ধৃত প্রধান আসামী মোঃ বদর উদ্দিন আল সানি বাদল(৪০)সহ এজাহার নামীয় অন্যান্যআসামীগণ একই বংশের ও সম্পর্কে আত্মীয় হয়। জায়গা-জমি সংক্রান্তে পূর্ব থেকেই নিহত খোকন মিয়াদের সাথে ঝগড়া বিবাদ সহ মামলা মোকদ্দমা চলে আসছে। এই বিরোধের জের ধরে গত ০৩ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক রাত ২২:০০ ঘটিকার সময় ধৃত আসামী সহ এজাহার নামীয় আসামীগন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিহত খোকন মিয়ার বসত ভিটায় অতর্কিত হামলা চালিয়ে খোকন মিয়াকে শরীরের বিভিন্ন অংশে আঘাত সহ রামদা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে বসত ঘর এবং বিভিন্ন আসবাবপত্র ক্ষতিসাধন করে যার আনুমানিক মূ্ল্যে ২,০০,০০০/- টাকা। নিহত খোকন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গত ০৪ অক্টোবর ২০২৫ আনুমানিক ভোর ০৪:০০ ঘটিকার সময় মৃত ঘোষনা করে। উক্ত ঘটনায় নিহত খোকন মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৯) ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা নং-০৩, তারিখ-০৪ অক্টোবর ২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০২/৪২৭/৫০৬(২) পেনাল কোড দায়ের করেন। উক্ত হত্যার ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয। বিষয়টিকে গুরুত্বারোপ করে সিপিএসসি র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে গত ০৬ অক্টোবর ২০২৫খ্রিঃ অনুমান ১৮:৪০ ঘটিকায় আবেদনের প্রেক্ষিতে ডিএমপি,ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট থানাধীন ঢাকা সেনানিবাস জি আর্মি (সাউথ) কর্তৃপক্ষ আসামী মোঃ বদর উদ্দিন আল সানি বাদল(৪০) কে সিপিএসসি, র্যাব-১৪ ময়মনসিংহ এবং র্যাব-৪, মিরপুর-১, ঢাকা এর যৌথ আভিযানিক দলের নিকট হস্তান্তর করে।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা থেকে আনুমানিক ২২:৫৫ ঘটিকায় ১১৬ (একশত ষোল) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মিন্টু মিয়া (৪০), জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-৪৯(৬)২২ এর ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রনি (২৬), পিতা-আবুল কাশেম, সাং-চলনিলক্ষীয়া চিকামারী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী এলাকা হতে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলার নান্দাইল থানার অপহৃত ভিকটিম(১৪) কে রাজবাড়ি জেলা থেকে উদ্ধার করা হয়। এজাহার দেয়া তথ্য মতে অপহৃত ভিকটিম(১৪) স্কুল থেকে ফেরত আসার পথে ধৃত অপহরণকারী সহ আজ্ঞাতনামা অপহরণকারীরা গত ০৯ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ১৬:০০ ঘটিকায় সিএনজি যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় অপহরণ মামলা নং-০২, তারিখ-০২ অক্টোবর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৭/৩০ দায়ের করেন। উক্ত অপহৃত ভিকটিমকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন পূর্ব উজানচর এলাকা থেকে আনুমানিক ২০:২০ ঘটিকায় উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.