ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
রবিবার (১ জুন ২০২৫) দুপুরে ময়মনসিংহে র্যাব-১৪-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান।
র্যাব-১৪, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২)কে ডিএমপি ঢাকার মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার দিকে নিয়ে যাচ্ছিল।
উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১৪ ময়মনসিংহ এর নির্দেশনা মোতাবেক সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল শনিবার ৩১ মে ২০২৫ রাত অনুমান ১১:৩০ টায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভিকটিম মোঃ কামরুল হাসান (৩২), পিতা- মৃত আনোয়ারুল ইসলাম, সাং-ধামাহার শোলাগাড়ী, থানা-শিবগঞ্জ, বগুড়াকে উদ্ধার করা হয়।
অপহরণকারী চক্রের সদস্য মোঃ রিফাত হাসান মিন্টু (২৯), পিতা-মৃত জালাল উদ্দিন সরদার, সাং-মাহমুদনগর, থানা-গৌরীপুর, ময়মমনসিংহ,মিরাজ খাঁ (৫২), পিতা-মৃত আব্দুল মজিদ খাঁ,সাং-শিকদারকান্দা, থানা-ভাঙ্গা, ফরিদপুর,মোঃ আশরাফুল ইসলাম (২৯), পিতা-মোঃ নবিজুল ইসলাম, সাং-পাঠানতুলা,থানা-গৌরীপুর, ময়মনসিংহ, মোঃ আমিন কাজী (২২), পিতা-মোঃ সেলিম কাজী, মালিবাগ রেলগেইট, থানা-হাতিরঝিল, ডিএমপি, ঢাকা,
মামুন অর রশিদ (২৪), পিতা-মোঃ হাতেম আলী, সাং-মাহমুদনগর, থানা- গৌরীপুর,ময়মনসিংহ,মোঃ আল-আমিন (৩৫), পিতা-মোঃ চুন্নু মিয়া, সাং-পশ্চিম দাপুনিয়া, থানা-গৌরীপুর, ময়মনসিংহ,মোঃ মোতালিব (৩৬), পিতা- মৃত নবী হোসেন, তাতখোড়া,থানা-গৌরীপুর, ময়মনসিংহ দেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয় এবং মাইক্রোবাস হতে বিভিন্ন ভুয়া স্টিকার (বাংলাদেশ জাতীয় সংসদ,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ, NBR, BGMEA এবং PRESS) উদ্ধার করা হয়,
র্যাব-১৪ অধিনায়ক জানান,
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.