ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরের গাঙ্গীনারপাড় মোড়ে অবস্থিত অলকা নদী বাংলা কমপ্লেক্সের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জুন ২০২৫) সকালে ভবনের তৃতীয় তলায় ‘জিরো পয়েন্ট’ নামের দোকানটিতে এই লুটের ঘটনা ঘটে।
দোকানের মালিক হৃদয় খান জানান, তিনি প্রতিদিনের মতো বেলা ১১টার দিকে দোকানে এসে দেখেন মূল দরজায় নতুন তালা লাগানো। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান দোকানের সমস্ত মালপত্র উধাও।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৯টা ৫৪ মিনিটে বিপণি বিতানটির প্রধান ফটক খোলার পর পাঁচজনের একটি সংঘবদ্ধ দল ভবনের মধ্যে প্রবেশ করে। ১০টার দিকে দুজন সদস্য দোকানের তালা কেটে প্রবেশ করে এবং অপর তিনজন বাইরে পাহারা দেয়। ১০টা ৭ মিনিটে ব্যাগে করে মালামাল নিয়ে বের হয়ে যায় চোরেরা এবং যাওয়ার সময় তারা নতুন তালা লাগিয়ে দেয়।
চুরির ঘটনায় দোকান থেকে লুট হয়েছে প্রায় ২৮৫টি মোবাইল ফোন, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ছাড়া দোকানে রক্ষিত নগদ ১০ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুনঃ অবৈধ বালু উত্তোলনরোধে যৌথ বাহিনীর অভিযান
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি মডেল থানা পুলিশ, ডিবি পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় ব্যবসায়ীসহ নগরবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিপণি বিতানে কোনো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, যার সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ অপরাধীরা।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.