নব্বই দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমীকে অনেক দিন ধরেই পর্দায় দেখা যায় না। এর মধ্যে তাঁর চিত্রনায়ক স্বামী ওমর সানী জানান, মৌসুমী অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন। সে রকম পরিকল্পনাও করেছেন। তবে নতুন খবর, মৌসুমী আবার শুটিংয়ে অংশ নিয়েছেন। ‘পিএস চাই সুন্দরী’ টেলিফিল্মের শুটিং শেষ করেছেন।
চিত্রনায়িকা মৌসুমী দেড় বছর ধরে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন। এ সময়টায় চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তবে যুক্তরাষ্ট্রের একাধিক স্টেজ শোতে অংশগ্রহণ করতে দেখা গেছে মৌসুমীকে। ‘পিএস চাই সুন্দরী’ টেলিছবির শুটিংও মৌসুমী করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।
গতকাল রোববার একটি ভিডিও শেয়ার করে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর। ভিডিওতে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘“পিএস চাই সুন্দরী” নামে আমাদের কাজ আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করার ফাঁকে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্য রকম গল্পের কাজ এটি।’
জানা গেছে, এটিভির (ইউএসএ) ঈদ আয়োজনে টেলিছবিটি প্রচার হবে। এ টেলিছবি ছাড়াও একই চ্যানেলের একটি নাটকে দেখা যাবে মৌসুমীকে। মুক্তির দিক দিয়ে মৌসুমী অভিনীত সবশেষ সিনেমা ‘দেশান্তর’। এর আগে ‘সোনার চর’ ও ‘ভাঙ্গন’ ছবিতেও দেখা গেছে তাঁকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেছিলেন।
বর্তমানে নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন মৌসুমী। মায়ের অসুস্থতা ও মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময় তাদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ তারকা।
মৌসুমীর দেশে ফেরা নিয়ে ওমর সানী বলেন, ‘এ মুহূর্তে মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নেই। আমি হয়তো সব কাজ গুছিয়ে তাদের কাছেই চলে যাব।’
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.