সিলেট প্রতিনিধি :
মো: বুলবুল উল্লাহ মূল বাড়ী আটঘর, নোয়াগাও,ডাকঘর: মন্ডলীভোগ - ৩০৬১, জগন্নাথপুর, সুনামগঞ্জ। জুলাই- আগষ্ট গনভ্যুথানে আওয়ামীলীগ সরকার পতনের মধ্যে দিয়ে দেশে একটি বিপ্লবী সরকার গঠিত হয়।
মো: বুলবুল উল্লাহ সিলেটের খাদিমপাড়া, ইসলামপুর,জাহানপুরে ১ নং ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় সিলেট মহানগর আওয়ামিলীগের বর্তমান ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং সিলেট শহরে আওয়ামীলীগের একজন ধাপটে নেতা ছিলেন তিনি।
তার বিরুদ্ধে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে তারমধ্যে অন্যতম সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে কোতয়ালী সি আর মামলা নং ৭৩৪/২৫ ইং যেখানে আসামি করা হয়েছে মো: বুলবুল উল্লাহ ও তার প্রবাসী ছেলে সালমান আহমদ কে।
আরও পড়ুনঃ একটি গাছ একটি জীবন; হাজার গাছ হাজার জীবন
একদিকে পুলিশ খুজছে অন্যদিকে বি.এন পি, জামাতের ইসলামি সহ বিরোধীদলীয় লোকজন হন্য হয়ে খুঁজছে বুলবুল উল্লাহকে। সরকার পরিবর্তনের পর মো: বুলবুল উল্লাহর বাসা ও আত্নীয়স্বজনের বাসায় বারবার হামলার ঘটনা ঘটে। সালমান আহমদের পিতা বুলবুল উল্লাহ পলাতক থাকায় একমাত্র প্রবাসী ছেলে সালমান আহমদ কে নিয়ে পরিবার রয়েছে খুবই আতঙ্কিত।
কারন যদি সালমান দেশে আসতে চায় তাইলে সালমান জেলে যাবে এবং বিরোধী দলের আক্রমণের শিকার হবে। এমতাবস্থায় সালমানের পরিবার রয়েছে খুবই বিপদে কখন যেন কি হয় একদিকে পিতা মো:বুলবুল উল্লাহ ও অন্যদিকে সালমান আহমদ। এই মূহুর্তে পরিবারটি খুবই বিপদের সম্মুখীন হয়ে আতঙ্কে দিনাতিপাত করতেছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.