মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
মোহনগঞ্জের সর্বজনশ্রদ্ধেয় আলেম, জামিয়া কাসিমিয়ার প্রবীণ উস্তাদ,সম্মিলিত উলামা পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা শায়খ মুজিবুর রহমান (রহ) স্মরণে আজ ১ লা আগস্ট বাদ আসর বড়মসজিদে মাদানী কাফেলা বাংলাদেশ মোহনগঞ্জের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া কাসিমিয়ার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা মাহমুদুল হাসান।
আরও পড়ুনঃ কবিতা আমি অগাধ সম্পদের মালিক হতে চাই – তাছলিমা আক্তার মুক্তা
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মোহনগঞ্জ শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, জামিয়া কাসিমিয়ার মুহাদ্দিস মাওলানা রইছ উদ্দীন, মুফতি তাফাজ্জুল হক, হাফেজ মুজিবুর রহমান,হাফেজ শফিক বিন আব্দুল আজিজ, মাওলানা আবুল বাশার, মাওলানা নুরুজ্জামান, হাফেজ কারী মাসুম বিল্লাহ,মাওলানা শোয়াইব বিন মুজিব, মাওলানা রাফি হাসান নেভী প্রমুখ।
বক্তারা বলেন, মাওলানা শায়খ মুজিবুর রহমান রহ. একহন বাতিলের বিরুদ্ধে আপোষহীন সৈনিক ছিলেন। জামিয়া কাসিমিয়ায় শিক্ষকতার পাশাপাশি তিনি মেছুয়াবাজার জামে মসজিদের ইমাম ছিলেন। মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদ প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে তিনি বিশেষ অবদান রেখে গেছেন।
মাওলানা মাহমুদুল হাসান বলেন, মরহুম মুজিবুর রহমান রহ. একজন উঁচুমানের আলেম ছিলেন। এলেম,আমল উভয়ই দিক দিয়েই তিনি ছিলেন অতুলনীয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.