মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক স্টাফ রিপোটারঃ
আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা প্রত্যাশার তাড়না থেকে এই পোস্টটি করছি। প্রিয় মোহনগঞ্জের মঙ্গল ও কল্যাণের জন্য আমাদের সকলেরই নিজ নিজ অধিক্ষেত্র থেকে এগিয়ে আসা প্রয়োজন।
(১) আজ পৌরসভাস্থ হাটমোহনগঞ্জ বাজারে অবৈধভাবে রাস্তা দখলপূর্বক দোকান স্থাপনের দায়ে ০৩ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অবৈধভাবে জনগণের যান চলার রাস্তার উপর দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি কোনভাবেই কাম্য নয়। এবিষয়ে সচেতন নাগরিক সমাজের সকলকে এগিয়ে এসে একযোগে কাজ করার অনুরোধ জানাচ্ছি।
(২) আজ পৌরসভাস্থ হাটমোহনগঞ্জ বাজারে একটি অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের গোডাউনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬৩ টি চায়না দুয়ারি জাল ও ৫৩ টি কারেন্ট জাল; মোট ১১৬ টি নিষিদ্ধ জাল বিধিমোতাবেক জব্দ ও ধ্বংস করা হয়।
এসকল অবৈধ ও নিষিদ্ধ জাল মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যকে এমন মারাত্মকভাবে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করে, যার মূল্য দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে। সকলকে রাষ্ট্রের বৃহত্তর মঙ্গল ও আমাদের ভবিষ্যত প্রজন্মের স্বার্থে এসকল নিষিদ্ধ জাল ক্রয়, বিক্রয় বা ব্যবহার বন্ধ করতে একযোগে কাজ করতে হবে।
আরও পড়ুনঃ লাকসাম মনোহরগঞ্জের সাংগঠনিক প্রিয় অভিভাবক জননেতা মোঃ আবুল কালাম ভাই
(৩) আজ পৌরসভায় কাচারি রোডে ০১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন ভূমি অফিসের সম্মুখে চালু হয় সরকার অনুমোদিত 'ভুমি সেবা সহায়তা কেন্দ্র' (প্রাক্তন: সাইবার হাব, স্বত্তাধিকারী: রুকনুজ্জামান খান)। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জনাব জুয়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার স্যার।
উক্ত প্রতিষ্ঠান হতে ভুমির নামজারির আবেদন ,খাজনা পরিশোধ, বিবিধ নাগরিক আবেদন ইত্যাদি সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে করা যাবে।
(৪) আজ ০৬ নং সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামে আইন-শৃঙ্খলা বাহিনী, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।
বাল্যবিবাহ বাংলাদেশের একটি গুরুতর সামাজিক সমস্যা ও আইনত দণ্ডনীয় অপরাধ, যাতে জেল ও জরিমানা প্রদানের বিধান রয়েছে। নারীদের শারীরিক, মানসিক ও আর্থসামাজিক উন্নয়নের পথে বাল্যবিবাহ এক বড় অন্তরায়। আমাদের সকলের এ বিষয়ে অধিক সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.