মোঃ মোস্তফা জামাল ভূঁইয়াঃ
মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ১৭
বিষয়:-রাষ্ট্র সমূহের গঠন ও অস্তিত্বের জন্য লিগ্যাসি একটি অপরিহার্য উপাদান।
পাঠক, রাষ্ট্র সমূহ গঠনের জন্য লিগ্যাসি একটি অপরিহার্য উপাদান। লিগ্যাসি ব্যাতিত কোন রাষ্ট্র গঠিত হলে তা অচিরেই বিলীন হয়ে যায়। পক্ষান্তরে কোন রাষ্ট্র লিগ্যাসি বহন করলে তা শক্তিশালী হয় এবং আভ্যন্তরীণ ঐক্য সুদূঢ় হয় যা আত্মরক্ষার জন্য একান্ত আবশ্যক।
উদাহরণ স্বরূপ, আজকের ইরান ভূখণ্ডগতভাবে প্রাচীন পারসিক সাসানী সাম্রাজ্যের লিগ্যাসি বহন করে এবং আদর্শিক ভাবে শিয়া সাফাভী সাম্রাজ্যের লিগ্যাসি বহন করার কারণে তারা বহিশক্তির নিকট আত্মসমর্পণ করে নি
পক্ষান্তরে রাষ্ট্র যখন কোন লিগ্যাসি বহন না করে তখন তা গোলামে পরিনত হয়। উদাহরণ স্বরূপ, আজকের মধ্য প্রাচ্যের আরব দেশগুলো ভূখণ্ডগত ও আদর্শিক কোন লিগ্যাসি বহন করে না। কূত্রিম আছাবিয়্যাত তাদের মধ্যে পূর্ন মাত্রায় বিদ্যমান।
আবার ইন্দোনেশিয়া হতে বিচ্ছিন্ন হয়ে পূর্ব তিমুর নামক যে রাষ্ট্র হয়েছে তা খ্রিস্টান লিগ্যাসি বহন করে। খ্রিষ্টান লিগ্যাসি বহন করার কারণে খ্রীষ্টীয় শক্তির সহায়তায় একটি খ্রীষ্টান রাষ্ট্র গঠন করতে সমর্থ হয়।
ভারতের সপ্ত কন্যা ও আমাদের বা্লাদেশে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানদের সংখ্যা দিন দিন বূদ্বি পাওয়ার জন্য সেখানে একটি খ্রীষ্টান আদর্শিক লিগ্যাসি বহন কারী একটি রাষ্ট্র গঠিত হবার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ শেখ হাসিনার অত্যাচারে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে — মোস্তফা জামান
পাকিস্তান ভূখণ্ডগতভাবে সাবেক মোগল সাম্রাজ্যের লিগ্যাসি বহন করে এবং এর ভিত্তি মূল হল লাহোর প্রস্তাব যা ২৩ মার্চ ১৯৪০ সালে গূহিত হয় । কাজেই একটি রাষ্ট্রের ভিত্তি মূল ও লিগ্যাসি রাষ্ট্র গঠনের পূর্ব হতেই প্রস্তূত হয়ে থাকে।
এমনিভাবে বাংলাদেশ নামক রাষ্ট্র ভূ খন্ড গত ভাবে বে্গল মুসলিম সালতানাতের আ্শিক লিগ্যাসি বহন করে এবং আদর্শিকভাবে ইসলামী সভ্যতাকে ধারন করে।
এই রাষ্ট্রের ভিত্তি মূল হল মুসলিম জাতিসত্তা যার ভিত্তিতে ১৯০৫ সালে মুসলিম স্খ্যাগরিষ্ট বে্গল আসাম প্রদেশের ভিত্তি স্থাপিত হয়।
এই ১৯০৫ সালের ধারাবাহিকতায় ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন, ১৯৪০ সালের লাহোর প্রস্তাব সহ পরবর্তী ঐতিহাসিক ঘটনাবলী। বাংলাদেশের আদর্শিক লিগ্যাসি হল ইসলাম এবং ভূখণ্ডগত লিগ্যাসি হল বে্গল সালতানাত, ১৯০৫ সালের বে্গল আসাম প্রদেশ এবং সাবেক পূর্ব পাকিস্তান।
কাজেই বাংলাদেশ যে আদর্শিক লিগ্যাসি বহন করে তা যদি পরিত্যাগ করে তাহলে এদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
চলমান,
মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া
চেয়ারম্যান
প্যান ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.