মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে প্রবাস ফেরত শ্যামল নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যার আসামি মো: শাহাদাত বেপারী (৪৬) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তথ্য প্রযুক্তির সাহায্য ও গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মো: শাহাদাত বেপারীকে আশুলিয়া থানার জিরানী বাজার থেকে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং
র্যাব-০৪, সিপিসি-২,সাভার এর যৌথ আভিযানিক দল গ্রেফতার করে আসামীর বিরূদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে ঘটনার সূত্র ও এজাহার তথ্য সুত্রে জানা যায় যে, ভিকটিম শ্যামল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে।
নিহত শ্যামল দীর্ঘ দিন মালয়েশিয়াতে কর্মরত ছিল। খুন হওয়ার ০৬ মাস আগে দেশে আসে। ২০২৩ সালে ১৩ই জুন তারিখ মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বসত ঘরে একা ঘুমিয়ে ছিলেন। এসময় একই গ্রামের বাসিন্দা শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী, তার ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়।
আরও পড়ুনঃ হোয়াট ইজ মার্কেটিং- মার্কেটিং বিষয়টি কি?
এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বেশ কয়েক রাউন্ড গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে প্রেরণ করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। অসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মোঃ শাহাদাত বেপারীকে আশুলিয়া থানার জিরানী বাজার থেকে গ্রফতার করা হয়।
এ বিষয়ে সাদমান ইবনে আলম মেজর উপ-পরিচালক কোম্পানী কমান্ডার সিপিসি-১, র্যাব-১১ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.