মুক্তি-
মীর ছালেহা
কুকুর-বিড়ালের মাঝে আছে সহর্মমিতা
আছে,মমতা ও একতার মিল!
মানুষের মাঝে নেই অবশিষ্ট আদব-কায়দা,
বরং,হিংসা বিদ্বেষে ভরা তাদের দিল।
এই অশান্ত ভুমিতে কবে উড়বে শান্তির পতাকা?
কবে হবে প্রভু,আমার মনোষ্কামনা পূর্ণ!
পাপী আর খুনিদের রক্তে রাঙা প্রিয় ধরিত্রী?
পৃথিবীর কোত্থাও নেই আজ শান্তি,
আছে হানাহানি,লোভের পিয়াসে ভরা কুকীর্তি!
এ অমানবিক,মানবেতর জীবন হতে প্রভু-
চাই,অসহায় মানুষের চির মুক্তি।
সহেনা প্রাণে,মধ্যপ্রাচ্যে মোসাদের হুঙ্কার,
ইসরায়েল যখন বলে হুমকি নাকি,সন্ত্রাসী হামাস!
অস্ত্রের তাকে ফিলিস্তিনের নারী-শিশুরা পতিত দূর্ভিক্ষে।
বাঁচার লড়াইয়ে সেখানের শিশুরা আজ-
খাচ্ছে লতা-পাতা, ময়লার উচ্ছিষ্ট কুড়াচ্ছে।
আরও পড়ুনঃ নজরুলি আগুন – ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো
বুঝে আসেনা,মৃত্যুর এই মহা দুর্যোগেও-
এখনো নীরব কেন,জাতিসংঘ?
তবে কি "মানুষ"র জীবন থেকেও আজ;
ধর্মের সংঘাতই আসল রহস্য?
পশ্চিমা দ্বন্দে রাশিয়ার লক্ষ্য ইউক্রেন,
রাতের নিস্তব্ধতায় চলছে,মুহুর্মুহু গুলির বর্ষণ।
দুর্বলের উপর আঘাত,এ যেন চিরাচরিত-
আরব্য রজনীর উপাখ্যান।
শান্তিময় বিশ্ব অশান্তির পক্ষাঘাত,
কৃষ্ণসাগর তীরে,গড়ে ওঠা প্রাচীন সভ্যতাও হচ্ছে ধ্বংস।
কোরান-বাইবেলে লেখার সূত্র ধরে-
মানুষের যুদ্ধ,দেশ দেশান্তরে,পৃথিবী হচ্ছে অশান্ত।
কবে হবে এই মরণ খেলার যুদ্ধ শেষ?
রঙের ফানুসে সঙের প্রকৃতি গড়া,
পৃথিবীর প'রে উড়বে শুভ্রময় শান্তির পায়রা,
ফিরে আসবে আবার পুরনো সভ্যতা।
মীর ছালেহা
নরসিংদী।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.