মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বম সম্প্রদায়ের অধিকাংশ মানুষ নিজ পাড়া/বাড়ি ছেড়ে মিজোরামে গিয়ে আশ্রয় নিয়েছিল। বান্দরবান রিজিয়নের নিরলস প্রচেষ্টায় মিজোরামে পালিয়ে থাকা অধিকাংশ পরিবার নিজ পাড়ায় ফেরত এসেছে। এখন পর্যন্ত মিজোরাম থেকে প্রত্যাবর্তনকারী পরিবারের সংখ্যা ১৪৩ টি।
প্রত্যাবর্তনকারী পরিবার গুলো নিজ পাড়ায় আসার পর থেকেই বান্দরবান রিজিয়নের অধীনস্থ জোনসমূহ তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে।
এদের মধ্যে অনেককেই ঘর তৈরি করে দেয়া হচ্ছে, খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে, পড়াশোনার জন্য শিক্ষা সামগ্রী ও খেলাধুলার জন্য খেলার সামগ্রী বিতরণ করা হচ্ছে। জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি, বান্দরবান রিজিয়ন এর পক্ষ থেকে প্রত্যাবর্তনকারী ১৪৩ টি পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।খাদ্যশস্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, চিনি, আলু, লবণ ইত্যাদি।
এই খাদ্য সামগ্রী পেয়ে প্রত্যাবর্তনকারী পরিবার গুলোর সদস্যদের মাঝে আনন্দ বিরাজ করছে। বান্দরবানের অসহায় মানুষদের মাঝে এ ধরণের সেবামূলক কার্যক্রম বান্দরবান রিজিয়ন কর্তৃক সর্বদাই চলমান থাকবে বলে বান্দরবান রিজিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.