মানুষ হও —
তবেই তুমি আমি।
শিমুল চন্দ্র দে ।
আমি সর্বত্র আছি,
আকাশে, বাতাসে, অণুতে, পরমাণুতে,
তোমার শ্বাসে, চোখের জলে, সন্তানের হাসিতে —
আমি বিরাজমান।
তোমরা আমাকে খুঁজো মন্দিরে, মসজিদে, গির্জায়, গুহায় —
আমি হাসি।
আমি তো তোমার মাঝেই আছি।
তুমি যদি জানো, কীভাবে মানুষ হতে হয়।
আরও পরুনঃরাষ্ট্রযন্ত্রের মুখোশে দলীয় দুর্বৃত্তায়ন
আমি চাই না তোমার সাজানো ফুল,
আমি চাই তোমার নির্মল অন্তর।
আমি চাই না ঘন্টার শব্দ,
আমি চাই তোমার হৃদয়ের ধ্বনি।
তুমি রিচুয়াল করো — করো মন দিয়ে,
কিন্তু মনে রেখো,
যতক্ষণ না তুমি কাউকে বোঝো, ক্ষমা করো, ভালোবাসো —
ততক্ষণ তুমি আমার কাছাকাছি নও।
মানুষ হও।
কারণ আমি কেবল মানুষের মাঝে বাস করি।
তোমার অহং নয়, তোমার বিনয় —
তোমার লোভ নয়, তোমার দয়া —
সেখানেই আমি।
জেনে রাখো,
তুমি একদিন বিলীন হবেই —
প্রশ্ন হচ্ছে, কোথায়?
তোমার কর্মই নির্ধারণ করবে তুমি
কেবল মাটিতে বিলীন হবে,
না আমার চেতনায় মিলিত হবে।
তাই বলছি,
জন্মে নয়, ধর্মে নয়, রিচুয়ালে নয় —
মানুষ হও।
তবেই তুমি
আমি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.