মাই টিভি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিলকিস জাহান — অবৈধভাবে মাই টিভি দখল করে রেখেছিলেন কথিত সাংবাদিক নাসির উদ্দিন সাথী
নিজস্ব প্রতিবেদক:
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন “মাই টিভি চ্যানেল” নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের অবসান ঘটেছে। চ্যানেলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিলকিস জাহান সম্প্রতি পূর্ণ মালিকানা ও ব্যবস্থাপনা অধিকার ফিরে পেয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে কথিত সাংবাদিক নাসির উদ্দিন সাথী অবৈধভাবে মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাম ব্যবহার করে চ্যানেলটির পরিচয়ে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
চ্যানেল কর্তৃপক্ষ এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে— অনুমোদন ছাড়া মাই টিভির প্রতিনিধিত্ব বা সাংবাদিক পরিচয়ে কেউ কাজ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে নাসির উদ্দিন সাথী নামক ব্যক্তি মাই টিভির অনুমতি ছাড়াই নিজেকে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ে বিভিন্ন স্থানে প্রভাব খাটানো, আর্থিক লেনদেন ও বিভ্রান্তিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “MY TV LIMITED” নামটি বাংলাদেশের কপিরাইট অফিসে রেজিস্ট্রেশন নং ৯৮২৮ কপার তাং-২৪/০১/২০০৭ তারিখে বৈধভাবে নিবন্ধিত। ফলে এই নাম, ট্রেডমার্ক বা শিল্পচিহ্ন ব্যবহার করে অন্য কেউ কোনো ব্যবসায়িক বা প্রচারণামূলক কার্যক্রম চালালে তা কপিরাইট আইন, ২০০০ (সংশোধিত ২০০৫) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিলকিস জাহান বলেন— মাই টিভি আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান। কিছু অসাধু ব্যক্তি আমাদের ব্র্যান্ড নাম ও পরিচিতি ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করেছে। আমরা কোনো অবস্থাতেই প্রতারণা বা ভুয়া প্রতিনিধিত্ব বরদাস্ত করবো না। আইনগতভাবে আমরা বিষয়টি মোকাবিলা করছি।”
চ্যানেলটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নাসির উদ্দিন সাথী নিজেকে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দাবি করে বিভিন্ন জায়গায় পরিচয় দিতেন, অথচ তিনি কখনোই চ্যানেলটির অনুমোদিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন না। তার বিরুদ্ধে এখন প্রতারণা, ব্র্যান্ড অপব্যবহার ও মিথ্যা প্রচারণার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।
এছাড়াও মাই টিভি কর্তৃপক্ষ দেশব্যাপী সাধারণ জনগণকে সতর্ক করে বলেছে— মাই টিভির নাম বা পরিচয়ে কেউ যোগাযোগ করলে, তার পরিচয়পত্র ও নিয়োগপত্র যাচাই না করে কোনো প্রকার আর্থিক বা প্রশাসনিক লেনদেনে অংশ নেবেন না। প্রয়োজনে সরাসরি মাই টিভি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।”
বিজ্ঞপ্তিটি সাংবাদিক মোহাম্মদ আলম স্বাক্ষরিত বলে জানা গেছে।
চ্যানেলটির পক্ষ থেকে আইনজীবী দল ইতিমধ্যে কপিরাইট, মেধাস্বত্ব ও প্রতারণা সংক্রান্ত প্রমাণাদি সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করেছে।
মাই টিভির বৈধ মালিকানা ও ব্র্যান্ড নাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিলকিস জাহান-এর অধীনে ফিরে আসার মধ্য দিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটেছে। এখন থেকে চ্যানেলটির সব কার্যক্রম বিলকিস জাহানের নির্দেশনা ও অনুমোদনের মাধ্যমে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.