হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
মাইলস্টোন স্কুল ও কলেজে নিহতদের স্মরণে নিউইয়র্কের জ্যামাইকায় আন্তঃধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত রয়েছে ।খবর আইবিএননিউজ ।ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণ করেছেন নিউইয়র্ক সিটির জ্যামাইকায় বসবাসকারী বাংলাদেশীরা। এজন্য তারা আয়োজন করেন বিশেষ প্রার্থনা সমাবেশ।

গত ২৫ জুলাই, শুক্রবার বিকেলে স্থানীয় ১৬৮ স্ট্রীট ও হিলসাইড এভিন্যুতে অনুষ্ঠিত আন্ত:ধর্মীয় প্রার্থনায় অংশ নেন বিভিন্ন ধর্মের প্রবাসীরা। উল্লেখ্য গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল এ কলেজে বিমান বিধ্বস্তের ঘঁনায় ৩৫ জন উপরে নিহত ও আহত হন ১৬৫ জনের উপরে ।
এই দুর্ঘটনায় দেশ ও প্রবাসের বাংলাদেশীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। এরই ধারাবাহিকতায় জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশী অফিসার্স নেওয়ার্ক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ও এনওয়াইপিডির বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা সম্মিলিতভাবে এই প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের উপস্থাপনায় সমাবেশে সংগঠনগুলোর নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ। বক্তাগণ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
তারা বলেন, স্কুলের কোমলমতি সন্তানদের এ ধরণের অপমৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এজন্য বক্তাগণ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগের অসতর্কতাকে দায়ি করেন। ভবিষ্যতে যাতে এধরণের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তাগণ একটি শক্তিশালী তদন্ত কমিটির মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন ও ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদানের দাবি জানান। সমাবেশে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ শহীদুল্লাহ। সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকেও প্রার্থনা করা হয়।
আরও পড়ুনঃ সঠিক বন্ধু নির্বাচন করতে হবে…..!
অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশী নেটওয়ার্কের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী,ভাইস প্রেসিডেন্ট পুলিশ অফিসার মোঃ হালিম, সেক্রেটারি ডিটেকটিভ রাসেক মালিক, সংগঠনটির প্রতিষ্ঠাতা পুলিশ অফিসার সরদার আল মামুন,সার্জেন্ট মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট হাসান আহমদ পলাশ, কোষাধ্যক্ষ পংকজ রায়।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ খান, উপদেষ্টা অধ্যাপিকা হোসনে আরা, শাহাবুদ্দিন সাগর, সাবেক সভাপতি বিলাল চৌধুরী, সহ সভাপতি কামরুল ইসলাম সনি, কোষাধ্যক্ষ আকতার বাবুল, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, সদস্য জিল্লুর রহমান।
এনওয়াইপিডির বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন- বাপার ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন প্রিন্স আলম, ইভেন্ট কো-অর্ডিনেটর শেখ আহমদ প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন-রিয়েল এস্টেট ইনভেস্টর আরিফ হোসেন, এমপি মামুন, এজাজ। আহমদ ও টিভি অভিনেতা শহীদ খান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.