চট্টগ্রাম প্রতিনিধিঃ
রাউজানের কচুখাইন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, নোয়াপাড়া কচুখাইন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), আহলে বাইতে রাসুল (দঃ) স্মরণ, আধ্যাত্মিক মহাপুরুষ শাহেন শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) এর ফাতেহা শরীফ, মাইজভান্ডারী তরিকতের বিশেষ আলোচনা, কারবালা মাহ্ফিল ও তবররুক বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোহাম্মদ শুক্কুর সওদাগর এবং সঞ্চালনা ও মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ মোঃ শওকত রেজভী। উদ্বোধনী বক্তব্য দেন কচুখাইন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইরফানুল্লাহ আল-কাদেরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ড. ন. ক. ম. আকবর হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম গাউসুল আজম মাইজভান্ডারী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক মাইজভান্ডারী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ ইউসুফ আলী, কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী, জোন সমন্বয়কারী মোহাম্মদ নাজিম উদ্দীন, রাউজান (গ) শাখার সমন্বয়কারী কাজী মোহাম্মদ আসলাম, টিটন বৈদ্য এবং মোহাম্মদ আক্কাস উদ্দীন (মানিক)।
বক্তারা তাঁদের বক্তব্যে কারবালার মহান আত্মত্যাগ, আহলে বাইতের শিক্ষা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-এর আধ্যাত্মিক জীবন ও তরিকতের গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা করা হয়।
আরও পড়ুনঃ ভারতের মুম্বাই শহরের ২৭ বছর বয়সী রাফায়েল স্যামুয়েল তার বাবা–মায়ের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে!
মাহ্ফিল শেষে মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও মাইজভান্ডারী ভক্তবৃন্দের উপস্থিতিতে মাহ্ফিল সার্থক ও মহিমান্বিত হয়ে ওঠে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.