
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
"মহান আল্লাহ রাব্বুল আলামীনের মনোনীত প্রতিনিধি, বন্ধু তথা আওলিয়াগণের মাধ্যমে ব্যক্তির জাগতিক ও আত্মিক জীবনে ভারসাম্যের দীক্ষা দেয় মাইজভাণ্ডারী দর্শন। জ্যোতি শব্দের অর্থ আলো এবং এর ভিত্তি মাইজভাণ্ডারী দর্শন। মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম.জি.আ.)'র নির্দেশনা অনুযায়ী বেলায়তে মোতলাকার বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি অনুসরনে নৈতিক সমস্যা থেকে উত্তোরণ, উন্নত চরিত্র গঠন এবং স্রষ্টা-সৃষ্টির সম্পর্ক সৃষ্টি করে শিক্ষার্থী ও যুবসমাজকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার একটি প্রচেষ্টা এই জ্যোতি ফোরাম।"
গতকাল ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িস্থ শোকর-এ-মওলা মনজিলে জ্যোতি ফোরামের চতুর্দশ বর্ষপূর্তি, বার্ষিক সাধারণ সভা এবং বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭ তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষ্যে আয়োজিত '৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা'র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আবু নাসের নুর অন্তু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী ও সহযোগী অধ্যাপক ড. হানিফ মিয়া এবং আন্তর্জাতিক শায়ের ও ইসলামিক কবি মোহাম্মদ নুরুল কিবরিয়া সাকিব।
মোহাম্মদ নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজম, উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের অফিসার ডা. পঞ্চানন দাশ গুপ্ত।
অনুষ্ঠানের এক পর্যায়ে জ্যোতি'র '৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫'-এ বিজয়ী প্রতিযোগীদের পুরস্কারস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং শোকর-এ-মওলা মনজিলের মুখপত্র-"শোকর" ম্যাগাজিনের ৪র্থ প্রকাশনা'র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ম্যাগাজিন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী ও সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরীসহ সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
পরিশেষে, জ্যোতি'র বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের উপর ভিডিও প্রেজেন্টেশন ও আর্থিক বিবরণ পাঠান্তে প্রধান উপদেষ্টা কর্তৃক জয়নাল আবেদিন তাওরাতকে সভাপতি ও জনাব নেওয়াজ শাহরিয়ার আসিফকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশন এর জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং কেক কাটার মাধ্যমে চতুর্দশ বর্ষপূর্তি উদযাপিত হয়।
সভাপতির সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম, সেমা মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ, জ্যোতি'র উপদেষ্টাবৃন্দ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ-মওলা মনজিলসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.