মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টা, প্রধান শিক্ষক, সভাপতিসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জয়পুর ডাঙ্গাপাড়া কলাবাগান মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগনসহ ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, অত্র বিদ্যালয়টি ১৯৬৩ সালে জুনিয়র বিদ্যালয় হিসেবে এবং ১৯৭২ সালে জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
আরও পড়ুনঃ উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ
অত্র বিদ্যালয়ের নামীয় খতিয়ানভুক্ত সম্পত্তি প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয় কর্তৃপক্ষ বর্গাচাষে ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় কতিপয় অবৈধ দখলদার অবৈধভাবে উক্ত সম্পত্তি দখলের চেষ্টা করছে। শুধু তাই নয়, তারা বর্গাদারদের কাছ থেকে জোরপূর্বক ফসল আদায় করে অর্থ আত্বসাৎ এবং সভাপতি ও প্রধান শিক্ষকসহ বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।
গ্রামবাসী, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বিদ্যালয়ের সম্পত্তি রক্ষার স্বার্থে সভাপতি সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মো. আইনুল হক, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, খাজুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আকরামুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ¦ আফজাল হোসেন, প্রাক্তন সদস্য মোজাম্মেল হক, আলহাজ¦কামরুল হাসান, মিজানুর রহমান প্রমূখ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.