ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪,কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ মামলার অপহরণকারী রফিকুল ইসলাম(২২) গ্রেফতার ও ভিকটিম উদ্ধার হয়।
এজাহারের বিবরণে জানা যায় যে, স্কুল পড়ুয়া মেয়ে ভিকটিম(১৩) স্কুল আসা যাওয়ার পথে ধৃত অপহরণকারী প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। বিষয়টি বাদী জানতে পেরে ধৃত আপহরণকারীকে এমন কাজ করা থেকে বিরত থাকতে বলেন। ধৃত আপহরণকারী এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ ডিসেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ১০০০ ঘটিকায় ভিকটিম বার্ষিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করে নিজ বাড়িতে ফেরত আসার পথে ধৃত আপহরণকারী অজ্ঞাতনামা অপহরণকারীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ময়মনসিংহের ত্রিশাল থানায় অপহরণ মামলা দায়ের করেন। যা ত্রিশাল থানার মামলা নং-০৩, তারিখ-০২ জানুয়ারী ২০২৬খ্রিঃ, ধারা-২০০০(সংশোধনী/২০২৫)সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০। মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, ছায়া তদন্ত সহ অপহরণকারীকে গ্রেফতার সহ ভিকটিমকে উদ্ধারে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত অপহরণকারী ও উদ্ধারকৃত ভিকটিমের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ০৪ জানুয়ারী ২০২৬খ্রিঃ অনুমান ১৯৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দ্বিতীয় খন্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ মামলার অপহরণকারী রফিকুল ইসলাম(২২),থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতঃ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে এবং ধৃত অপহরণকারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১৪ মিডিয়া সেল কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মারফত এ ঘটনা নিশ্চিত করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.