বিনোদন ডেস্কঃ
বিরতি ভেঙে কিছুদিন আগে উপস্থাপকরূপে পর্দায় ফিরেছেন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া। এবার নতুন করে মনোযোগী হয়ে উঠেছেন অভিনয়ে। ব্যতিক্রমী কাজের প্রয়াসে পারফর্ম করেছেন ‘মন বদল’ নাটকের আইটেম গানে। ঈদ উপলক্ষে নির্মিত ‘মন বদল’ নাটকে তাকে আইটেম গান দেখার সুযোগ পাবেন দর্শক।
টয়ার কথায়, ‘‘ছকবাঁধা কাজ থেকে সরে এসে আলাদা কিছু করতে চেয়েছি। সেই ভাবনা থেকেই নাটকের আইটেম গানে অংশ নেওয়া। এর আগে বেশ কিছু গানে মডেল হিসেবে অংশ নিয়েছি। দর্শক সাড়া পেয়েছি। সেই অভিজ্ঞতা থেকে এবার ‘মন বদল’ নাটকের আইটেম গানে পারফর্ম করা।’’
গল্প, চরিত্র, গান, শিল্পীদের অভিনয়, নির্মাণ সব কিছু মিলিয়ে নাটকটি অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
নির্মাতারা জানিয়েছেন, ‘মন বদল’ নাটকের কাহিনি গড়ে উঠেছে জারা ও সারা নামের দুই যমজ বোনকে কেন্দ্র করে। যমজ বোনদের মধ্যে যে মিল আর খুনসুটি থাকে, সেটি এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন।
শুধু তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে, সেটিও থাকছে এতে। গল্প প্রেমের, তবে বাড়তি মাত্রা যোগ করেছে যমজ বোনের বিপরীতে আদিল চরিত্রের রসায়ন। মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় নাটকে যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। বিপরীতে চিকিৎসক আদিলের চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে। আসছে ঈদে নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি-এর ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করা হবে।
এদিকে ‘মন বদল’ নাটকের আইটেম গানে অংশ নেওয়া ছাড়াও টয়া ব্যস্ত সময় পার করছেন বেশ কিছু টিভি আয়োজন নিয়ে। সম্প্রতি দর্শক আলোচনায় ছিলেন রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের উপস্থাপনা করে।
এ আয়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি ভেঙেছেন দেড় বছরের বিরতি। এমন ভিন্ন ধরনের রিয়েলিটি শো উপস্থাপনার অভিজ্ঞতাও অন্যরকম বলে স্বীকার করছেন ছোটপর্দার এই তারকা।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.