মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি যাত্রীবাহি ট্রলার ডুবিতে এক নারী নিহত । নিহতের নাম মোছাঃ শামছুন্নাহার বেগম(৭০)। তিনি পাশ্ববর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃতু আজিজ মিয়ার সহধর্মিনী।
শুক্রবার সকার ১১টায় শদ্যনগর উপজেলার পিপঁড়াকান্দা অটোস্যান্ড সংলগ্ন ব্রীজের নীচে নৌকায় ২৫ জন যাত্রীর উঠার পর নড়াচড়া করার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাতাঁর কেটে তেির উঠতে সক্ষম হলে ও শামছুন্নাহার বেগম পানির নীচে তলিয়ে যান। পরে লোকজন ঘটনাস্থলে এসে ঐ বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত এই নারী তার পরিবারের ৫জন আত্মীয় স্ব নিে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামে বাসার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তারা সরস্বতীপুর গ্রাম থেকে একটি যাত্রীবাহি ইজ্ঞিন চালিত ট্রলারে ২৫/৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মধ্যনগর উপজেলার কাছাকাছি আসার পর পিপঁড়াকান্দা ব্রীজরে নীচে আসার পর প্রবল ¯্রাতের ট্রানে নৌকাটি ডুবে যায়।
নৌকার মাঝিসহ অন্যান্য যাত্রীরা সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও শাসছুন্নাহার পানিতে তরিযে যান। তরে স্থানীয় লোকজনের চেষ্টায় তার লাশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মণিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্ত করার পর লাশ হস্তান্তর করা হবে নিহতের স্বজনদের নিকট কবে যানবাহনে চলাচলে সবাইকে সর্তকতা অবলম্বন জরুরী।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.