মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে বালাই নাশক এর সুষ্ঠ ব্যবহার ও বাজারজাত করনের লক্ষে খুচরা, পাইকারী ডিলার, ও কোম্পানির প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(১২ আগস্ট) বিকেলে মধুপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ ।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজনি নুর রাত্রী,উপসহকারি কৃষি কর্মকর্তাগন সহ চার শতাধিক ডিলার, আনারস চাষী সহ সুধী মহল।
মতবিনিময় সভায় আনারসের আগাম ফলন, আনারসের সাইজ বড় করনের জন্য ব্যাপক হারে মাত্রাতিরিক্ত কেমিক্যাল রাসায়নিক ঔষধ ব্যবহার যাতে না করা হয় সে বিষয় নিয়ে ব্যপক আলোচনা করা হয়। মধুপুরের ঐতিহ্য আনারস যাতে ধ্বংস না হয় সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সারাদেশে মধুপুরের আনারসের সুনাম ছড়িয়েছে এর রসালো স্বাদ ও সুগন্ধে।
ইতিমধ্যে মধুপুরের আনারস জিআই পণ্যের স্বীকৃতি লাভ করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ও কৃষক অধিক লাভের আশায় মধুপুরের ঐতিহ্য আনারসকে ধ্বংস করছে।
আরও পড়ুনঃ বান্দরবানে জমকালো আয়োজনে “দুবাই জোন” শো-রুম এর শুভ উদ্বোধন
আনারসের আগাম ফলনসহ সাইজ বড় করবার জন্য ব্যাপক হারে মাত্রাতিরিক্ত কেমিক্যাল রাসায়নিক ঔষধ ব্যবহার করছে । মধুপুরের আনারসের ঐতিহ্য ও সুনাম রক্ষায় মধুপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ঔষধ কোম্পানি প্রতিনিধি, খুচরা ও পাইকারি ৪০০ এর অধিক ডিলার এ মত বিনিময় সভায উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বালাইনাশকের ক্ষতিকারক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও জানান , ঐতিহ্য রক্ষার স্বার্থে কোন ছাড় নয়।
আইনের বিরুদ্ধে কাজ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.