বাবুল রানা, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন কলেজপাড়া এলাকার বিখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েলকে মাদকসেবন ও বিক্রির অপরাধে দেড় বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া মধুপুর পৌরসভাধীন কলেজ পাড়া এলাকার মোস্তফার ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাদক সেবন করা অবস্থায় জুয়েলকে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।
স্থানীয় লোকজন জানান, সে দীর্ঘদিন যাবত মাদক সেবন ও প্রকাশ্যে বিক্রি করে এলাকার যুবসমাজকে ধংস করে দিয়েছে। তার অত্যাচারে এলাকাবাসী আজ অতিষ্ঠ হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তাকে নেশা গ্রহনের সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন।
এ অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, বর্তমানে মাদকে চারপাশ সয়লাভ হয়ে গেছে। এখন হাত বাড়ালেই দেশের আনাচে-কানাচে মিলছে নিত্য নতুন মাদকদ্রব্য। মাদকের ভয়াবহ থাবায় তরুণ প্রজন্ম আজ ধংসের শেষ পর্যায়ে অবস্থান করছে।
শহর কিংবা গ্রাম-সর্বত্রই যেকোনো নেশা এখন হাত বাড়ালেই পাওয়া যায়। এ মরননেশার টাকা জোগান দিতে গিয়ে অনেক পরিবার আজ দেউলিয়া হয়ে গেছে। নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে খুন করছে তার মা, নানি অথবা দাদীকে। তিনি আরও জানান, মধুপুরকে মাদকমুক্ত করার জন্য যেকোনো পদক্ষেপ যেকোনো মুহুর্তে গ্রহন করা হবে।
মাদকমুক্ত মধুপুর গড়তে এধরণের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান মীর্জা জুবায়ের হোসেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.