নিজস্ব প্রতিবেদক :
৫ ই অগাস্টের পরে নিয়মিতভাবে একটির পর একটি নানা অনিয়ম ও দুর্ঘটনা ঘটেই চলছে সমগ্র বাংলাদেশ ব্যাপি, এর পরিলক্ষীতে দেখা যায় যে কতিপয় কিছু এলাকা জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পাড়া মহল্লায় আজও মেসেজ সরকার নামধারী আওয়ামী লীগের চিহ্নিত কিছু সন্ত্রাস ও চাঁদাবাজ অস্ত্রবাজ ভূমিদস্যু এলাকায় বিরজমান।
সেও আবার বিভিন্ন থানা এবং ফাঁড়ির সহযোগিতায় কিন্তু কেন প্রশ্ন এলাকাবাসীর, কুমিল্লা চাঁদপুর এলাকার ফরাজীকান্দি ১২ নং ওয়ার্ডে কথিত সন্ত্রাসী রাজনীতিবিদ সমাজসেবক এর আড়ালে ভয়ংকর রূপে নিজেকে মাফিয়া ডন হিসেবে উপস্থাপন করাকে এই ইসমাইল হোসেন প্রধান ফরাজীকান্দি বাসী জানতে চান।
ইসমাইল হোসেন প্রধান পিতা মৃত রহম আলী প্রধান মাতা আমেনা বেগম তিনি নিজেকে ৬ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে পরিচিতি শুধু দেয় না নিজেকে মাফিয়া ডন হিসেবে ও আখ্যায়িত করে বীরদর্পে বলেন যে আমি তত্ত্বাবধায়ক মানি না প্রশাসন মানিনা আমি শুধু মানেই শেখ হাসিনা আমার মা ।
তিনি ফিরে আসলে যারা যারা আমার পেছনে লেগেছে তাদেরকে বালিশ ছাড়া শুয়ে দেব এবং এটাই আমার মূল চ্যালেঞ্জ যার ফলশ্রুতিতে উক্ত ইসমাইল হোসেন প্রধান একের পর এক নানা গ্রাম ও পাড়া মহল্লায় তার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছেন বলে অভিযোগ জানায় ৬ নং ও ১২ নং ওয়ার্ড এলাকাবাসী ।
আরও পড়ুনঃ ভবেরচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন সমাজকর্মী ইউসুফ দেওয়ান
এলাকাবাসীরা সাংবাদিকদের বলেন যে হাসিনা সরকার চলে গেলেও বর্তমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওয়ামী লীগ পন্থী হয়ে উক্ত ইসমাইল হোসেন প্রধানকে গোপনে ও প্রকাশ্যে সেলটার দিয়ে যাচ্ছে তাহলে কি পুলিশ এই ধরনের যুবলীগ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে জিম্মি প্রশ্নটি পুরো চাঁদপুরবাসীর।
ফ্যাসিস্ট সরকারের আমলের কুখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলোর থানায় মামলা ও এজার কপি থাকা সত্ত্বেও পুলিশ কেন এদেরকে ধরছেন না এই প্রশ্নটি ফরাজী কান্দি ইউনিয়ন এলাকাবাসীর, উক্ত ইসমাইল হোসেন প্রধান আজও তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আওয়ামী লীগের নানা অপকর্ম এবং মিছিল মিটিং এর ছবি প্রকাশ করে যাচ্ছে এলাকাবাসী ।
এজন্য অত্যন্ত মর্মাহত এবং প্রশাসনকে ধিক্কার জানায় তাহলে কি প্রশাসন আজ প্রশ্নবিদ্ধ থেকে যাবেন এলাকায় এমন কোন সন্ত্রাসী চাঁদাবাজি নাই যা এই ইসমাইল হোসেন ফরাজী নেতৃত্বে না সংঘটিত হচ্ছে চাঁদপুরবাসী দ্রুত ইসমাইল হোসেন প্রধানকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ৬ নং ও ১২ নং ফরাজিকান্দি ইউনিয়নের সন্ত্রাস মুক্ত দেখতে চান বলে সাংবাদিকদেরকে জানান দ্বিতীয় পর্ব চোখ রাখুন
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.