মাছুম বিল্লাহ (তুহিন):
কুমিল্লার একটি সম্মানিত পরিবার থেকে একজন ব্যক্তি কক্সবাজারের কুতুবদিয়া থানার এক বিশ্ববিদ্যালয় ছাত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে আদালতে মামলা করেছেন। অভিযোগ অনুসারে, অভিযুক্ত ছাত্রী বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অধ্যয়নরত।
বাদী জানান, অভিযুক্ত ছাত্রী ভুয়া পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘ সময় প্রেমের আড়ালে তিনি বাদীকে মানসিক ও শারীরিকভাবে ব্যবহার করেছেন। এছাড়া অভিযোগ রয়েছে, অভিযুক্ত ছাত্রী মাদকাসক্তি সমস্যায় জড়িত, যা সম্পর্ক এবং তার নিজস্ব জীবন উভয়ের জন্যই মারাত্মক প্রভাব ফেলেছে। মাদকাসক্তির প্রমাণ হিসেবে বাদীর কাছে সংশ্লিষ্ট ছবি, স্ক্রিনশট এবং স্বীকারোক্তিমূলক আলাপ সংরক্ষিত রয়েছে।
তদুপরি, অভিযুক্ত একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, যা সামাজিক ও নৈতিক দিক থেকে ব্যাপক সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লার সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দাখিলের পর বাদী মামলা করেন।
আরও পড়ুনঃ সাঘাটায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রাথমিক শুনানির পর সমন জারি করেছেন।
মামলায় উল্লেখিত আইনি ধারা:
ধারা ৪২০ – প্রতারণা
ধারা ৪৬৫/৪৬৮ – জালিয়াতি ও ভুয়া পরিচয় ব্যবহার
ধারা ৫০৬ – হুমকি ও মানসিক নির্যাতন
ধারা ১০৭ – ভবিষ্যতে শান্তি ভঙ্গ বা হুমকির আশঙ্কা প্রতিরোধ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – সংশ্লিষ্ট ধারা অনুসারে তদন্তাধীন
বাদীর পক্ষ থেকে জানানো হয়েছে,
“আমরা পারিবারিক সম্মান বজায় রেখে সমাধানের চেষ্টা করছি এবং আলোচনার সুযোগ চাই। তবে আলোচনা ব্যর্থ হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণসহ মামলার ছবি ও অন্যান্য প্রমাণাদি জনসম্মুখে আনা হবে, ন্যায়বিচারের স্বার্থে। সমাজে এমন প্রতারণা আর কখনো পুঙ্খানুপুঙ্খ বিচার এড়াতে পারবে না।”
ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্রী ও তার পরিবার গা-ঢাকা দিয়ে আসছে এবং এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.