আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
সরকারি গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি জবরদখলের অপচেষ্টা করায় পাঁচ দখলবাজকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। শনিবার (২৮ জুন ২০২৫) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী মৌজার সিএস ১১০ নম্বর দাগে চলমান সীমানা প্রাচীর ও গেইট নির্মাণকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. হারুন উর রশীদ খানের নেতৃত্বে ও হবিরবাড়ী বিট কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খানের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে জবরদখলের কাজে ব্যবহৃত কোদাল, বেলচা, ইট, সিমেন্টসহ নির্মাণ সামগ্রী জব্দ করা হয় এবং পাঁচজনকে আটক করে আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন:
১. মো. সুজন মিয়া (৪০), হবিরবাড়ী ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে
২. মো. রহিম ইসলাম (৩০), ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মো. ছামছুল হকের ছেলে
৩. মো. জজ মিয়া (৩৬), জামিরাপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে
৪. মো. বিল্লাল (৪৫), হবিরবাড়ী ইউনিয়নের মৃত হাসমত আলীর ছেলে
৫. মো. রিপন (৪১), ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মৃত আ. মানহাসের ছেলে
অভিযানের সময় আরও ১০-১২ জন দখলদার পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, “২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনভূমিতে বেআইনি নির্মাণের দুঃসাহস করায় আটক করা হয়েছে। কোনো প্রভাবশালী বা মহলকেই ছাড় দেওয়া হবে না।”
ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. হারুন উর রশীদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, “বনভূমি দখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.