ডেস্ক রিপোর্টঃ
অতিভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজারের নদ-নদী বিপজ্জনক রুপ নিয়েছে। ফুঁসে উঠেছে হাকালুকি হাওরসহ মনু ধলাই সোনাই ফানাই জুড়ী কন্টিনালা নদী।
রবিবার সকাল ৯টায় এ রিপোর্ট লেখার সময় মনু নদীর পানি মৌলভীবাজার শহর পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার এবং জুড়ী নদীর পানি জুড়ীতে বিপৎসীমার ১শ ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া মনু নদীর পানি মনু রেল ব্রিজ এলাকায় এবং ধলাই নদীর পানি কমলগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।
মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ প্রতিদিনের সংবাদকে জানান, অতি ভারীবর্ষণে মৌলভীবাজার-চান্দগ্রাম ভায়া কুলাউড়া বড়লেখা সড়কের লোয়াইউনি এলাকায় টিলা ধ্বসে রাস্তায় পড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। আমাদের লোকজন সেখানে কাজ করছে।
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ প্রতিদিনের সংবাদকে জানান, পৃথিমপাশা ইউনিয়নের শালিকা এলাকায় একটি কালভার্টের জন্য সড়ক বিভাগ রাস্তা কেটেছিল। এখন মনু নদীর পানি বেড়ে তা ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে। পানি আরও বাড়লে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে।
কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মহি উদ্দিন প্রতিদিনের সংবাদকে জানান, কুলাউড়া পৌরসভা পূর্বদিকে গোগালীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ জয়পাশা দানাপুর ও জয়পাশা এলাকার ৩ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিকাল বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) সত্যেন্দ্র চন্দ্র বৈদ্য প্রতিদিনের সংবাদকে জানান, শনিবার নজিরবিহীন অতিভারী বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন এলাকায়। এর মধ্যে মাধবকুন্ড জলপ্রপাত এলাকার দক্ষিণবাগে ৩৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ২৫৮মিলিমিটার মৌলভীবাজার শহরে ২৩২ মিলিমিটার, শ্রীমঙ্গলে ১১৭ মিলিমিটার, মনু রেল ব্রিজ ১০৬ মিলিমিটার,বড়লেখা উপজেলার লাতু ১৬০ মিলিমিটার এবং কমলগঞ্জ উপজেলায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভয়াবহ বন্যার আশংকা করছেন স্থানীয়রা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.