বিনোদন ডেস্কঃ
বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। শোনা যাচ্ছে, তাদের সম্পর্ক নাকি অন্যদিকে মোড় নিয়েছে। একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেই চলেছেন তারা। তাদের সম্পর্ক তৈরির সময়ও হয়েছিল বিপুল আলোচনা। তেমনই এখন যুগলের বিচ্ছেদ প্রসঙ্গে সরগরম টলিপাড়া।
নায়ক-নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই মিলেছিল আভাস। বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন যশ। অন্যদিকে, নুসরত ঈশানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উত্তরবঙ্গ। সেখান থেকেই সন্দেহ আরও তীব্র হয়। তবে যশ-নুসরত চুপ। তারা একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে যাচ্ছেন।
এরই মাঝে নতুন গুঞ্জন। জানা যায়, গত ডিসেম্বর থেকে এক বাড়িতে থাকছেন না তারা। কাজের জন্য নাকি একসঙ্গে সময় কাটানো। বাকি সময় তারা আলাদা আলাদাই থাকছেন। নায়কের প্রাক্তনকে কেন্দ্র করেই যত সমস্যার সূত্রপাত। সেখান থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু হয়েছে। যশ তার পুরনো আবাসনেই ফিরে গিয়েছেন। আর নুসরাত থাকছেন তার পাম আভিনিউয়ের বাড়িতে।
কিছুদিন আগে এ প্রসঙ্গে অবশ্য যশ জানিয়েছিলেন সবটাই রটনা। কিন্তু তাদের ঘনিষ্ঠসূত্র বলছে, কোনও কিছুই রটনা নয়। যশের মুম্বাইয়ে থাকাকালীন নায়কের পেঁছনে নাকি গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত। সেখান থেকেই সব সন্দেহের শুরু। একসঙ্গে থাকার জন্য নায়িকা নাকি বেশ কিছু শর্ত দিয়েছেন। তা নাকি যশ মানতে নারাজ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.