সৈয়দ আবুল কালাম আজাদঃ
"আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু" (ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ) তোমার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
🍀🍀জুম্মা মোবারক🍀🍀
জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়!!
👉কারও নাম খারাপ করে ডাকা/নাম ব্যঙ্গ করা।
👉খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা।
👉অশ্লীল ও খারাপ কথা বলা।
👉কাউকে গালি দেয়া।
👉কারও নিন্দা করা।
👉অপবাদ দেয়া।
👉চোগলখুরী করা।
আরও পড়ুনঃ সালমান এফ রহমান রয়েছেন বাংলাদেশের কারাগারে এবং তাঁর পুত্র শায়ান ফয়জুর রহমানের প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড বা ১৫০০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ জারি করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)
👉বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া।
👉মোনাফিকী করা ও দুই মুখে (দ্বিমুখী) কথা বলা।
👉বেহুদা ও অতিরিক্ত কথা বলা।
👉বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা।
👉কারও গীবত করা।
👉খারাপ উপনামে ডাকা।
👉কাউকে অভিশাপ দেয়া।
👉কাউকে সামনা-সামনি বা সম্মুখে প্রশংসা করা।
👉মিথ্যা স্বপ্ন বলা।
👉অনর্থক চিৎকার বা চেঁচামিচি করা।
👉জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া।
👉জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোন ভঙ্গি করা বা দেখানো।
নিম্নোক্ত হাদিসটি আমাদের সবসময় সামনে রাখা উচিত :
সাহাল ইবনে সায়াদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ্ (স:) বলেছেন, 'যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ (জিহ্বা) এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ (লজ্জাস্থান) হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।' (বুখারী : ৬৪৭৪) 🍀🍀
মহান আল্লাহ্ আমাদেরকে মুখ তথা জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন।
🍀আমিন।🍀
১৫ মহরম, ১৪৪৭ হিজরী।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.