
এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল এই এলাকাটা বিএনপির ঘাঁটি বলে পরিচিত এই নির্বাচনী এলাকা থেকে যতপ্রার্থী আজ পর্যন্ত বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে কেউ ফেল করেনি,,,,, এবং সরাইল থেকে যারা বিএনপির হয়ে এমপি হয়েছেন প্রত্যেকবারই লক্ষ্য করলে দেখা যায় আনোয়ার মাস্টারের হাত ধরে এমপি হয়েছে,,,,,, আনোয়ার মাস্টার ছাড়া সরাইল বিএনপি'র বিকল্প নেই,,,, কারণ আনোয়ার মাস্টার হচ্ছে একটি ব্র্যান্ড,,,, যারে ছাড়া বিএনপি করি বলা বোকামি।
আমার এই ক্ষুদ্র জীবনে রাজনীতি যতটুকু বুঝতেপেরেছি আমি মনে করি সরাইল উপজেলা থেকে অনেকবার এমপি মন্ত্রী হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রত্যেক এমপি মন্ত্রী রায় সরাইলের সাধারণ মানুষের সাথে বেইমানি করেছে ধোকা দিয়েছে,,,,,,,,, কারণ সরাইলের সাধারণ মানুষ আজও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি ঘুরেনি সাধারণ মানুষের ভাগ্যের চাকা,,,,, তাই সামনের নির্বাচনে সরাইলের সাধারণ মানুষ একটি সুন্দর পথ বেছে নিতে চেষ্টা করছে।
যেমন সরাইল বাসি মনে করে বারবার ভোট দিয়ে প্রতারিত হয়েছি এবার আর নয়, তাই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে ইতিমধ্যেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে বেছে নিয়েছে ভোটাররা মনে করে ব্যারিস্টার রুমিন ফারহানা একজন শিক্ষিত লোক, তার মেধা আছে -আছে যোগ্যতা আবার সে সরাসরি বেগম খালেদা জিয়ার একেবারেই নিকট আত্মীয় বলা যায় বেগম খালেদা জিয়ার পরিবারেরই একজন সদস্য,,,,, তাই সরাইলের সাধারণ মানুষ মনে করে ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল থেকে নির্বাচিত হলে সে এমপি থেকে মন্ত্রী হবে।
তাহলে আমার যোগফল মিলে গেল,,,,, কারণ সামনে নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এটা খুব সহজেই বুঝা যাচ্ছে,,,,, আর বিএনপি ক্ষমতায় আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা নিঃসন্দেহে মন্ত্রী হবে, সুতরাং তিনি মন্ত্রী হলে সরাইলের রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতা মানুষ যে খুব সহজেই পাবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তাছাড়া সরাইলের উন্নয়নের ধারাবাহিকতা আরো বেগমান করবে এটা তার জন্য কোন কঠিন বিষয় হবে না।
কিন্তু দুঃখের বিষয় হল সরাইলে বিএনপি'র কমিটি নিয়ে কিছু লোক একটি ঝামেলা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তার ভিতরে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলেও পরিষ্কার বোঝা যাচ্ছে, উক্ত বিষয়টিও সাধারণ মানুষ সহজেই বুঝতে পারছে,,,, এই বিষয়টি নিয়ে সরাইলের বিভিন্ন চায়ের দোকানে আলোচনা সমালোচনার ঝড় তুলছে এবং সাধারণ মানুষ একটি দাবিও করছে দাবিটি হচ্ছে এরকম সকলে এক কাতারে দাঁড়িয়ে কমিটি আনা উচিত কাউকে খেয় করে বা বাদ দিয়ে নয় বিএনপি করে এইরকম সকলকে নিয়ে কমিটি আনা উচিত।
সরাইল উপজেলার রাজনীতি সকলকে নিয়ে সুন্দর একটি পরিষ্কার বিএনপি'র পরিবার তৈরি হবে এটা আমার প্রত্যাশা। সকলের জন্য রইল সর্বময় শুভকামনা।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.