বিশেষ প্রতিনিধিঃ
ব্রংক্সের পার্কচেস্টারে গত রবিবার হয়ে গেল নিউইয়র্কের ছয় লেখকের ছয়টি বইএর মোড়ক উন্মোচন উপলক্ষে বইগুলোর ওপর আলোচনা অনুষ্ঠান।
এই ছয়টি বই হলো সোনিয়া কাদিরের হিপহপ জনপদঃ ব্রংক্স ও অন্যান্য, আহবাব চৌধুরী খোকনের করোনা কালের ডায়েরি, মাসুম আহমেদের যাপিত জীবনের গপ, বেনজির শিকদারের দ্বিপ্রহরের দ্বিধা, সুমন শামসুদ্দিনের ইশারার মৌমাছিরা এবং ইমরান আলী টিপুর যে আলো শুধু অন্ধকারে জ্বলে।
আহবাব চৌধুরীর বইএর মোড়ক উন্মোচন করেন মেরিল্যান্ড থেকে আসা কবি শিউল মনজুর, সোনিয়া কাদিরের বইএর মোড়ক উন্মোচন করেন মোশাররফ হোসেন, মাসুম আহমেদের বইএর ফরিদা ইয়াসমিন, সুমন শামসুদ্দিনের বইএর শামস আল মমীন, বেনজির শিকদারের মনজুর আহমেদ, এবং ইমরান আলী টিপুর বইএর মোড়ক উন্মোচন করেন কৌশিক আহমেদ।
মোড়ক উন্মোচনের পর লেখকরা তাদের বইএর ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর ৬টি বইএর ওপর আলোচনা করেন ৬ জন বিশিষ্ট ব্যক্তি।
সোনিয়া কাদির বলেন, আমার লেখার উদ্দেশ্য হলো আমার চিন্তা—ভাবনাকে নতুন প্রজন্মের জন্য রেখে যাওয়া। অর্থাৎ আমি যেন মানুষের মন থেকে সম্পূর্ণভাবে মুছে না যাই।
আহবাব চৌধুরী খোকন বলেন, করোনাকালে ঘরে বন্দি থাকতাম। কিন্তু চারদিকে মৃত্যুর খবর। মানুষ সন্ত্রস্ত অবস্থায় দিন কাাটাচ্ছে। এই রকম এক অস্বাভাবিক পরিস্থিতিতে আমি ডাইরি লেখা শুরু করি, প্রতিদিনের ঘটনা লিখে বিভিন্ন পত্রিকায় পাঠাই। সেই লেখাগুলোই বইএর দুই মলাটে বন্দি করেছি।
মাসুম আহমেদ বলেন, জীবনের ছোট ছোট ঘটনা, ছোট ছোট অনুভূতি তুলে ধরেছি আমার বইতে।সুমন শামসুদ্দিন বলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না, বই হোক নিত্য সঙ্গী— এই দুটি আমার প্রিয় শ্লোগান। তিনি বলেন, দীর্ঘদিন কবিতা লিখলেও আমার কাব্যদিনের সূর্যোদয় এখনো হয়নি।
বেনজির শিকদার বলেন, আমি লেখালেখি করি কারণ লেখাই আমার একমাত্র আনন্দ এবং আশ্রয়। ইমরান আলী টিপু বলেন, যা অন্য কোনোভাবেই প্রকাশ করা যায় না তা প্রকাশ করার জন্যই কবিতা লিখি।
শেষ পর্বে ছিল মোড়ক উন্মোচন করা বইএর ওপর আলোচনা। আহবাব চৌধুরীর বই করোনাকালের ডায়েরি সম্পর্কে শিউল মনজুর বলেন, এই বই পড়তে পড়তে অবশ্যই চোখ ভিজে যাবে। লেখকের লেখার গুণ আমাদের নিয়ে যাবে করোনাকালে।
মাসুম আহমেদের যাপিত জীবনের গপ সম্পর্কে আমিনুল হক চুন্নু বলেন, এই বইতে লেখক প্রবাসীদের স্বপ্ন পূরণের বিষয়টিকে তুলে ধরেছেন।
সুমন শামসুদ্দিনের কাব্য ইশারার মৌমাছিরা সম্পর্কে এবিএম সালেহউদ্দিন বলেন, এই বইয়ের প্রতিটি কবিতায় আমি মেসেজ পেয়েছি, আকুতি পেয়েছি। এই কাব্যে জীবনের কথা, মাটির কথা ও দেশপ্রেম পেয়েছি।
সোনিয়া কাদিরের হিপহপ জনপদঃ ব্রংক্সে ও অন্যান্য বই সম্পর্কে মোশাররফ হোসেন বলেন, এই বইতে যাপিত জীবনের কথা তুলে ধরেছেন তিনি। এই শহরে বাস করতে গিয়ে যে সংগ্রাম ও মনোবেদনা তার কথা উঠে এসেছে এই বইএ।
মনজুর আহমেদ বেনজির শিকদারের কাব্য দ্বিপ্রহরের দ্বিধা সম্পর্কে বলেন, কবি তার জীবনকে দ্বিপ্রহর বলেছেন এবং সেই দ্বিপ্রহরের কথা তুলে ধরেছেন কবিতায়। তিনি কয়েকটি কবিতা সম্পর্কে তার অনুভূতির কথা তুলে ধরেন। মিয়া মোহাম্মদ আশকির আলোচনা করেন ইমরান আলী টিপুর কাব্য যে আলো শুধু অন্ধকারে জ্বলের ওপর।
এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে প্রকাশিত তিন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক আবু তাহের (বাংলা পত্রিকা), ইব্রাহিম চৌধুরী (প্রথম আলো উত্তর আমেরিকা) ও কৌশিক আহমেদ (সাপ্তাহিক বাঙালী) এবং কম্যুনিটি লিডার সিরাজউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারেক আহমেদ। ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)। গত রবিবার বিকেলে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় পার্কচেস্টারে বাফার স্কুলে। সবশেষে পঞ্চায়েতের পক্ষ থেকে মাসুম আহমেদ সবাইকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.