বেদান্ত সোসাইটির দুর্গোৎসবে মেয়র নির্বাচনে || হিন্দু কম্যুনিটির পক্ষে কোমোকে এনডোর্সমেন্ট
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
এবারের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে হবে না, হবে দুই ফিলোসফির মধ্যে। আমার সাথে মামদানির পার্থক্য হচ্ছে আমি এই সিটি গড়ে তুলতে যে দর্শনে বিশ্বাস করি, তিনি তা করেন না। আমি ম্যানেজমেন্ট বুঝি। এই সিটির জন্য যে ম্যানেজমেন্ট প্রয়োজন আমি আপনাদের তাই উপহার দেব।খবর আইবিএননিউজ ।
গত রবিবার আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক গভর্নর এ্যান্ড্রু কোমো তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি বেলরোজে গোল্ডেন ইয়ার্স পার্টি হলে অনুষ্ঠিত বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক আয়োজিত শারদীয় দুর্গোৎসবে বক্তব্য রাখছিলেন।
সোসাইটির সভাপতি পূর্ণচন্দ্র মুখার্জির সভাপতিত্বে এবং অসীম সাহার সঞ্চালনায় আয়োজিত এই জনাকীর্ণ দুর্গোৎসবে ভক্ত পরিবেষ্টিত এ্যান্ড্রু কোমো বলেন, আমরা বিশ্বাস করি অপরচুইনিটিতে, আমরা বিশ্বাস করি অর্থনৈতিক উন্নয়নে, আমরা বিশ্বাস করি আইন—শৃঙ্খলা রক্ষায়, আমরা বিশ্বাস করি জনগণের নিরাপত্তায় এবং আমরা মনে করি নিজ ঐতিহ্য ও গরিমায়। নিউইয়র্ক নিউইয়র্কই।
শুরুতে নিউ আমেরিকান ভোটার এ্যাসিস্ট্যান্সের চেয়ারম্যান, কম্যুনিটি বোর্ড মেম্বার এবং কম্যুনিটি এক্টিভিস্ট ড. দিলীপ নাথের পরিচালনায় আয়োজিত পর্বে তিনি সংক্ষেপে নিউইয়র্কে বাংলাদেশীদের সম্পর্কে ধারণা তুলে ধরেন এবং গভর্নর কোমোর নির্বাচনে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এ পর্যায়ে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন। তিনি গভর্নর কোমোকে এই মেয়র নির্বাচনে সবচেয়ে সফল প্রার্থী হিসাবে আখ্যায়িত করেন। গভর্নর কোমো বলেন, ডেভিড ওয়েপ্রিন আমার দীর্ঘদিনের বন্ধু। তার বাবা কুইন্সের বিখ্যাত মানুষ সোল ওয়েপ্রিন ছিলেন আমার বাবার বন্ধু।
এ্যান্ড্রু কোমো বলেন, মেয়র নির্বাচিত হলে, এই সিটিকে সকলের জন্য বাসযোগ্য করার লক্ষ্যে, কাজ করার জন্য এবং এগিয়ে নিতে সকলকে নিয়ে সকলের জন্য প্রতিদিন নিরলস কাজ করব।
তিনি বলেন, আমি সবকিছু বিনামূল্যে পাওয়ায় বিশ্বাস করি না। কিন্তু আমি চাই জীবনধারণের খরচ কমাতে, পথঘাট ও সাবওয়ে নিরাপদ করতে এবং উচ্চমানের সরকারি শিক্ষায়।
মেয়র এরিক এডামস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে সরে যাওয়ায় তিনি তার প্রশংসা করে বলেন, তিনি ১০০% সৎ তার কাজে। এরিক এডামস স্টেট সিনেটর হিসাবে, ব্রুকলীন বরো প্রেসিডেন্ট হিসাবেও সফল ছিলেন। তিনি নিউইয়র্কের মানুষদের অত্যন্ত সুন্দরভাবে সেবা করে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের সিটির অন্যতম গৌরবের জায়গা হচ্ছে ডাইভারসিটি। আমরা সেই ডাইভারসিটিকে সেলিব্রেট করতে চাই।
ডা. দিলীপ নাথ তার বক্তব্যে বলেন, আমরা বিভেদ চাই না, আমরা ভাগাভাগি চাই না। আমরা একজন মানুষকে মেয়র নির্বাচন করতে চাই, যিনি এই সিটিকে কোনো নির্দিষ্ট গ্রুপের জন্য নয় সকলের জন্য বাসযোগ্য করতে চান।
ডা. নাথ বলেন, কুইন্সের মানুষ প্রায় ২০০ ভাষায় কথা বলে। ১৯৩টি দেশের মানুষ এখানে বাস করেন। এই জন্যই কুইন্স স্ট্রং বরো।
তিনি বলেন, গত তিন দশক যিনি এই স্টেটকে সেবা করছেন, ফেডারেল সরকারের সেক্রেটারি এবং স্টেটের গভর্নর হিসাবে ও স্টেটের এটর্নি হিসাবে, মারিও কোমো ব্রিজ, লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট, জেএফকে, ময়নিহ্যান ট্রেন স্টেশন এই রকম অজ¯্র উদাহরণ দেয়া যায় সেগুলোর অবয়ব পরিবর্তন করে দিয়েছেন তিনি। তিনি তার কাজ দিয়ে প্রমাণ করেছেন তিনি অবকাঠামো উন্নয়নে কতটা পারদশীর্, তাকেই আমাদের মেয়র হিসাবে পেতে চাই। তিনি আমাদের নতুন প্রজন্মকে নেতৃত্ব দেবেন।
এই দুর্গোৎসবে সাবেক গভর্নর যখন বক্তব্য রাখছিলেন সেখানে উপস্থিত ছিলেন মি. হরি শুকলা, নেপালি কম্যুনিটির মি. চামা চাকনা, গায়ানিজ কম্যুনিটির মি. বাচ্চু, বেদান্ত সোসাইটির প্রকাশ চক্রবতীর্, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. দ্বিজেন ভট্টাচার্য, বিদ্যুৎ সরকার ,বিশ্বজিৎ চৌধুরী,শীতের ধর প্রমুখ।
এ্যান্ড্রু কোমোকে উত্তরীয় পরিয়ে দেন বেদান্ত সোসাইটির সভাপতি রীনা সাহা। মেয়র প্রার্থীকে একগুচ্ছ ফুল দিয়েও শুভেচ্ছা জানানো হয়। আর পুরোহিত টিটন আচার্যি কোমোর হাতে রাখি বন্ধন বেঁধে দেন।
এ সময় ডা. দিলীপ নাথ নিউইয়র্ক সিটির হিন্দু কম্যুনিটির পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসাবে এ্যান্ড্রু কোমোকে এনডোর্স করার কথা ঘোষণা করেন।
সাবেক গভর্নর পরে উৎসবের বাইরে সাইডওয়াকে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।উল্লেখ্য,কমেও অপর মেয়র প্রার্থী যোহরান মামদানীর কাছে প্রাইমারি নির্বাচনে পরাজিত হলে যেহরান মামদানী ডেমোক্রেটিক মনোনয়ন পান ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.