পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
কয়েকদিনের বৃষ্টির পানিতে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের একমাত্র পাঁচবিবি সমিরন নেসা মডেল সরকারি প্রাথমিক মাঠে হাঁটু পরিমান পানি জমেছে। মাঠে বৃষ্টি পানি জমায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও পিটি প্যারেট কার্যক্রম।
উপজেলা রিসোর্স সেন্টারটিও স্কুল মাঠের পাশেই অবস্থিত। প্রতিদিন ট্রেনিং নিতে আসা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক/শিক্ষিকা হাঁটু পানি পারি দিয়ে ট্রেনিং সেন্টারের আসতে ও যেতে হয়। ভুক্তভোগী সবারই দাবি মাটি ভরাট করে স্কুল মাঠটি উঁচু করে এ দুরাবস্থার অবসান করা হোক।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়ে পড়ালেখা করে অনেকেই আজ দেশের বড় বড় জায়গায় বড় পদে অধিষ্ঠিত। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র জিসান এবং চতুর্থ শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান বলেন, আমাদের বিদ্যালয় মাঠে বৃষ্টির পানি জমায় স্কুলে যেতে আসতে খুব কষ্ট হয়। কাদা-পানির জন্য আমরা টিফিনে খেলাধুলা ও পিটি প্যারেট করতে পারিনা।
এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ছাত্রনেতা আবু তাহের বলেন, প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের এমন দুরাবস্থার দিকে কেউ তাকায় না। পাঁচবিবির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন অনেকেই যারা কিনা এই বিদ্যালয়েই পড়ালেখা করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মুক্তা বানু বলেন, প্রতিষ্ঠানটির চারদিকে উঁচু করে বাসাবাড়ি, রাস্তা ও স্থাপনা নির্মাণ করায় মাঠটি নিচু হয়ে যায়। বৃষ্টি হলে চারদিকের পানি স্কুল মাঠে গড়িয়ে আসে এতে পানি জমে যায়। মাঠে মাটি ভরাট করা হলে প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ৬০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ সবার ভালো হতো।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান বলেন, মাঠটি নিচু হওয়ায় একটু বৃষ্টিতেই পানি জমে। সমস্যা সমাধানে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.