প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন
ঢাকার প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদী আজ ময়লা-আবর্জনা ও শিল্পবর্জ্যের আধারে পরিণত হয়েছে। প্রতিদিনই এ নদীতে অসংখ্য শিশু, নারী-পুরুষ গোসল করে থাকেন। দূষিত পানির সংস্পর্শে এসে বিশেষ করে শিশুদের মধ্যে চর্মরোগ, দানা, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে।
পরিবেশবিদরা বলছেন, এভাবে অব্যাহত দূষণে নদীর পরিবেশগত ভারসাম্য ভেঙে পড়েছে। হারিয়ে যাচ্ছে পানির স্বাভাবিক স্বচ্ছতা, মাছ ও জলজ প্রাণীর প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নদী নির্ভর জীববৈচিত্র্য চরম হুমকির মুখে।
স্থানীয়রা জানিয়েছেন, এ বিপজ্জনক পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও নদীর পানি পরিশোধন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুনঃ দাওয়াত ও তাওফীক: দাঈর ভূমিকা* *বনাম আল্লাহর ফয়সালা
বিশ্ব নদী দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনও একই দাবি তুলেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন ময়লা-আবর্জনা নদীতে ফেলায় বুড়িগঙ্গার পানি ভয়াবহভাবে দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ছাড়া এ সংকট নিরসন সম্ভব নয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নদীর তীরে বহু বাড়ি ও দোকান থেকে নিয়মিত আবর্জনা ফেলা হচ্ছে। অথচ এলাকাবাসীর কেউই এ বিষয়ে কার্যকর ভূমিকা নিচ্ছে না। সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ অনিয়ম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
নদী বাঁচানো মানে জীবন বাঁচানো এই উপলব্ধি নিয়েই এখন সাধারণ মানুষ কার্যকর উদ্যোগের অপেক্ষায় আছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.