তানভীর আহমেদ,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী আবু হানিফের প্রতিবন্ধী ছোটভাই মোঃ হুসেন এর সাথে, বড় করিমপুর চক্ষু হাসপাতাল সংলগ্ন রুবিনা বেগম এর পালিত বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে রোজিনা ওরফে মুনমুন, গত ০৩ বছর পূর্বে পারিবারিক আলোচনা সাপেক্ষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
তখন থেকেই হুসেনের সাথে স্ত্রী রোজিনা ঘর সংসার করে আসছে। এমতাবস্থায় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা রুহুল আমিনের পুত্র হাফিজুর রহমান নামে এক যুবক প্রায় সময়ই তাদের বাড়িতে আসা যাওয়া করত। কাজের ব্যস্ততায় হুসেনের বাবা-মা বাড়ির বাইরে চলে যায়।
ঠিক তখনই আসামি রুহুল আমিন এমন সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির পাশে সুপারির বাগানে প্রতিবন্ধী মেয়েটিকে জোরপূর্বক বিভিন্ন অপকর্মের চেষ্টা চালালে বাড়ির আসে পাশের লোকজন দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করে, পরবর্তীতে ট্রিপল নাইনে কল করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আরও পড়ুনঃ রাজনৈতিক বিবৃতি- নারীর প্রতি সহিংসতা ও ইন্টেরিম শাসনের নৈতিক পতনের বিরুদ্ধে আমাদের অবস্থান
আরো জানা যায় ঘর-সংসারকালে ৫ মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী রোজিনা। এ নিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন হুসেনের পরিবার ও এলাকার লোকজন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান,ট্রিপল নাইনে কল পেয়ে তাৎক্ষণিক বীরগঞ্জ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আটককৃত আসামীকে স্থানীয় লোকজনের সহায়তায় থানায় নিয়ে আসে।
তিনি আরো বলেন এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়। পরবর্তীতে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.